Antonio Lopez Habas: হাবাসই সেরা, প্রথম পাঁচে নেই কুয়াদ্রত

যে কোনও দলের সাফল্যের পিছনে পিছনে থাকে হেড কোচের অবদান। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের সেরা ৫ কোচের তালিকা প্রকাশ করা হয়েছে আইএসএল-এর অফিসিয়াল ওয়েব…

Antonio Lopez Habas Rues Absence of Armando Sadiku

যে কোনও দলের সাফল্যের পিছনে পিছনে থাকে হেড কোচের অবদান। ২০২৩-২৪ ইন্ডিয়ান সুপার লিগ মরসুমের সেরা ৫ কোচের তালিকা প্রকাশ করা হয়েছে আইএসএল-এর অফিসিয়াল ওয়েব সাইটে। সবথেকে বেশি জয়ের পরিসংখ্যানের বিচারে এই পাঁচ কোচকে বেছে নেওয়া হয়েছে। তালিকায় সবার ওপরে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) প্রাক্তন কোচ লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। এরপর রয়েছেন যথাক্রমে মুম্বই সিটি এফসির কোচ পিটার ক্র্যাটকি, এফসি গোয়ার মানালো মার্কেজ, ওডিশা এফসির সের্জিও লোবেরা, কেরালা ব্লাস্টার্স এফসির প্রাক্তন কোচ ইভান ভুকামানোভিচ।

এই কারণে মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারেন Apuia

   

কেন সেরা হলেন লোপেজ হাবাস?

পরিসংখ্যান অনুযায়ী, উক্ত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাসের জয়ের পরিসংখ্যান ছিল ৭১.৪২%। তাঁর কোচিংয়ে ১৪ টি ম্যাচ খেলেছিল দল , যার মধ্যে জয় এসেছিল ১০টি ম্যাচে, ২ ম্যাচে পরাজয় ও ২ ম্যাচে ড্র। হুয়ান ফেরান্দোযে বিদায় জানানোর পর অভিজ্ঞ লোপেজ হাবাসই বদলে দিয়েছিলেন সবুজ মেরুন ব্রিগেডের পারফরম্যান্স। জিতেছিলেন লিগ শিল্ড। ইন্ডিয়ান সুপার লিগ কাপ জেতার খুব কাছে পৌঁছে দিয়েছিলেন দলকে।

অ্যান্টোনিও লোপেজ হাবাস ২০২৩-২৪ মরসুমের মাঝামাঝি সময়ে মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্বে এসেছিলেন। হিসেবে মতো মরসুমের অর্ধেক সময়ের জন্য বাগানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি। অল্প সময়ের মধ্যেও মরসুমটিকে স্মরণীয় করে রাখতে পেরেছেন।

Mohun Bagan: মোহনবাগানে যোগ দেওয়ার পর মুখ খুললেন আপুইয়া

মুম্বই সিটি এফসির বর্তমান কোচ পিটার ক্র্যাটকি-ও মরসুমের মাঝামাঝি সময়ে দলের দায়িত্বে এসেছিলেন। দেস বাকিংহ্যামের প্রস্থানের পর তাঁকে দায়িত্ব প্রদান করেছিল মুম্বই সিটি এফসি ম্যানেজমেন্ট। আগামী মরসুমেও তিনিই থাকছেন মুম্বইয়ের দলটির কোচ। নতুন মরসুমের আগে ইভানকে বিদায় জানিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি।