নিরাপত্তা নিয়ে আশঙ্কা! ইরান যাবে মোহনবাগান?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে চলতি মাসের ৩০ তারিখে ইরানে (Iran) সেপাহান এফসির (Sepahan FC) বিরুদ্ধে মাঠে নামার…

Mohun Bagan SG foreign players refuse Iran trip AFC Champions League Two match doubt security concerns

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League Two) গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে চলতি মাসের ৩০ তারিখে ইরানে (Iran) সেপাহান এফসির (Sepahan FC) বিরুদ্ধে মাঠে নামার কথা মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। তবে তার আগেই বড়সড় অনিশ্চয়তার মুখে পড়েছে সবুজ-মেরুন ব্রিগেড (Kolkata Football News)। নিরাপত্তার প্রশ্নে বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতীয়রাও ইরান সফর নিয়ে দ্বিধায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শনিবারের মধ্যেই সিদ্ধান্ত নিতে হতে পারে ক্লাব ম্যানেজমেন্টকে (Bengali Sports News)।

Advertisements

সম্ভবত অস্ট্রেলীয় স্ট্রাইকার জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোস ইতিমধ্যেই তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, বাকি তিন বিদেশি ফুটবলারও একই অবস্থান নিয়েছেন বলে ক্লাব সূত্রে খবর। ফলে ইরান সফরে প্রথম দলের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যে দেশীয় ফুটবলারদের কাছেও জানতে চেয়েছে, তারা ইরান যেতে ইচ্ছুক কিনা।

   

এই সমস্যার মুখে মোহনবাগান এর আগেও পড়েছিল। গতবার ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার কথা থাকলেও, যুদ্ধ পরিস্থিতির জেরে শেষমেশ ইরান সফর বাতিল করে দল। এর ফলস্বরূপ, তাদের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ বাকি ম্যাচগুলিতে আর খেলা হয়নি। এবারেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় মোহনবাগান কর্তৃপক্ষ এএফসিকে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের আবেদন জানায়। তবে এএফসি সেই বিষয়ে গুরুত্ব না দিয়ে জানিয়েছে, ইরানে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে এবং ম্যাচ সরানোর প্রয়োজন নেই।

পশ্চিম এশিয়ার বর্তমান রাজনৈতিক ও সামরিক অস্থিরতা অনেকদিন ধরেই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করছে। এই পরিস্থিতিতে ফুটবলারদের উদ্বেগ স্বাভাবিক। কোচ হোসে মোলিনার দুশ্চিন্তা আরও বেড়েছে, কারণ ইতিমধ্যেই ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ হালকা চোটে ভুগছেন। প্রথম ম্যাচে ঘরের মাঠে হেরে বসায়, সেপাহানের বিরুদ্ধে এই ম্যাচ মোহনবাগানের কাছে কার্যত ‘ডু অর ডাই’।

Mohun Bagan SG foreign players refuse Iran trip AFC Champions League Two match doubt security concerns