HomeSports Newsডুরান্ড কাপের উত্তাপে শহরে এলেন সবুজ-মেরুন শিবিরে বিদেশি প্রহরী, দেখুন ছবি

ডুরান্ড কাপের উত্তাপে শহরে এলেন সবুজ-মেরুন শিবিরে বিদেশি প্রহরী, দেখুন ছবি

- Advertisement -

ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG )। মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC) বিরুদ্ধে লিস্টন কোলাসোর জোড়া গোলে ম্যাচ জিতে শুরুতেই চাঙ্গা সবুজ-মেরুন শিবির। আর এই জয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক বড়ো খবরে উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা। শুক্রবার সকালে কলকাতার (Kolkata) বুকে পা রাখলেন দলের বিদেশি ডিফেন্ডার টম অলড্রেড (Tom Aldred)।

বিমানবন্দরে তাকে ঘিরে স্বভাবতই ছিল প্রবল উন্মাদনা। বাগানের এই অভিজ্ঞ ডিফেন্ডারকে স্বাগত জানাতে হাজির ছিলেন একাধিক সবুজ-মেরুন সমর্থক। ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের আগে টম অলড্রেডের আগমন নিঃসন্দেহে মোহনবাগান শিবিরে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। সঙ্গে ছিলেন দলের গোলরক্ষক কোচ ফ্রান্সিসকো হোসে মার্টিনেজ (Francisco Jose Martinez)। ফলে ডিফেন্স লাইনকে শক্তপোক্ত করে তোলার প্রস্তুতি শুরু করে দিলেন কোচ হোসে মোলিনা।

   

৩৪ বছর বয়সি এই স্কটিশ ফুটবলার গত মরসুমে দলের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অভিজ্ঞতা, ঠান্ডা মাথায় খেলা পড়ে নেওয়ার ক্ষমতা, আর ফিজিক্যাল প্রেজেন্স। সব মিলিয়ে টম অলড্রেড মোহনবাগানের রক্ষণে এক অভিজ্ঞ স্তম্ভ হয়ে উঠেছেন। চলতি মরসুমেও তার দিকেই নজর কোচ মোলিনার।

অলড্রেডের আগমন এমন এক সময়, যখন কয়েক ঘন্টা আগেই কলকাতায় এসে পৌঁছান কোচ হোসে মোলিনা (Jose Molina), সহকারী কোচ ইগর এবং ফিজিক্যাল ট্রেনার সের্জিও। শুক্রবার ভোররাতে তাঁদের বিমান কলকাতা এসে পৌঁছায়। বিমানবন্দরে নামার পরেই ফুটবলপ্রেমী বাগান সমর্থকদের উচ্ছ্বাসে তাঁদের অভ্যর্থনা জানানো হয়। আর সেই রাত পোহাতেই শহরে এলেন টম অলড্রেড।

সূত্রের খবর, আজ বিকেলেই মোহনবাগান ক্লাব তাঁবুর মাঠে মোলিনার অধীনে প্রথম অনুশীলনে নামবেন ফুটবলাররা। প্রথম ম্যাচে জয় পেলেও রক্ষণভাগে কিছু খামতি চোখে পড়েছিল, সেগুলো দূর করতেই এই অনুশীলন পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলড্রেডের মতো অভিজ্ঞ বিদেশির সংযোজন সেই ঘাটতি পূরণে কার্যকর হবে বলেই মনে করছে ক্লাব সূত্র।

আগামী ৪ঠা আগস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে নামবে মোহনবাগান। সেদিন অলড্রেডকে প্রথম একাদশে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়, তবে তিনি যে খুব শীঘ্রই মূল দলে জায়গা করে নেবেন। সে বিষয়ে নিশ্চিত সবুজ-মেরুন শিবির। বিশেষ করে বড় ম্যাচে তার ঠান্ডা মাথার লড়াই এবং হেডিং দক্ষতা কাজে আসবে বলেই মনে করছেন কোচিং স্টাফ।

শুধু অলড্রেডই নন, আরও একে একে কলকাতায় এসে পৌঁছবেন দলের অন্যান্য বিদেশি ফুটবলাররা। ফলে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই সম্পূর্ণ দলকে নিয়ে পূর্ণোদ্যমে অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে মোলিনার। ভারতীয় ও বিদেশি খেলোয়াড়দের নিয়ে তৈরি হবে পূর্ণ শক্তির স্কোয়াড।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular