কেরালা ম্যাচে ফিরছেন সাহাল! বড় আপডেট বাগান শিবিরের

মোহনবাগান সুপার জায়ান্টদের (Mohun Bagan SG) এবারের আইএসএল (ISL) যাত্রা শুরুতে ভালো না হলেও সময়ের সাথে সাথে তাঁরা নিজেদের পুরনো ছন্দে ফিরে এসেছে। গত মরশুমে…

Mohun Bagan SG Footballer Sahal Abdul Samad started Training before Kerala Blasters Match in ISL

মোহনবাগান সুপার জায়ান্টদের (Mohun Bagan SG) এবারের আইএসএল (ISL) যাত্রা শুরুতে ভালো না হলেও সময়ের সাথে সাথে তাঁরা নিজেদের পুরনো ছন্দে ফিরে এসেছে। গত মরশুমে আইএসএল লিগ শিল্ড (League Shiled) জয়ী দল এখন পর্যন্ত তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে। একাধিক ধাক্কা খাওয়ার পর, তাঁরা তাঁদের খেলার ধরন পরিবর্তন করে এবং এখন পর্যন্ত শুধুমাত্র এক ম্যাচে পরাজিত হয়েছে। আগামী ম্যাচে মোলিনার ছাত্রদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। সম্ভবত এই ম্যাচেই সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামবেন বাগানের তারকা ফুটবলার (Footballer) সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)।

গাব্বা টেস্টে রোহিতের কী করণীয় পরামর্শ ভাজ্জির

   

সার্জিও লবেরার ওডিশা এফসির বিরুদ্ধে ড্র করার পর, সবুজ-মেরুন শিবির পরবর্তী তিন ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে। জামশেদপুর এফসি, চেন্নাইয়িন এফসি এবং নর্থইস্ট ইউনাইটেডের মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে তাঁরা নিজেদের জয়ী হওয়ার ছন্দে ফিরে এসেছে। এই জয়ের ধারায় ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাগান। যার মাধ্যমে তাঁরা লক্ষ্যপূরণের পথে অনেকটাই এগিয়ে এসেছে। আগামী ১৪ই ডিসেম্বর নিজেদের ঘরের মাঠ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিপক্ষ মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে খেলতে নামবে। বর্তমানে কেরালা ব্লাস্টার্স ১১ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে।

ম্যাচ বয়কটের পরিকল্পনা নিয়ে সমর্থকদের ঝাঁঝালো উত্তর মিকেল স্ট্যাহরের

মোহনবাগান কোচ মোলিনা দলের সাম্প্রতিক কার্যক্রমে অত্যন্ত কঠোর এবং মনোযোগী। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় নিশ্চিত করার পর, দলের প্র্যাকটিসের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে শুরু করেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া অনুশীলনে দলের ফুটবলাররা অত্যন্ত মনোযোগী এবং কঠোর পরিশ্রম করছেন। গত ম্যাচে কার্ড সমস্যায় দলের সঙ্গে অনুপস্থিত থাকা আলবার্তো রদ্রিগেজ এবং বাগান অধিনায়ক শুভাশিস বোস অনুশীলন সারেন।

আলবার্তোদের দিকে বাড়তি নজর বাগান কোচের, চলল কেরালা বধের প্রস্তুতি

অন্যদিকে মেরিনার্সদের জন্য সুখবর যে চোট সরিয়ে দীর্ঘ বিরতির পর দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন সাহাল আব্দুল সামাদ। তিনি দলের সঙ্গে প্র্যাক্টিস শুরু করে আশা করা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যেতে পারে সামাদকে। তাঁর প্রত্যাশিত উপস্থিতি মোহনবাগানের জন্য একটি বড় সুবিধা হতে পারে বলেই জানাচ্ছেন সমর্থকরা।

দিমি-কামিন্সদের হেড স্যার মোলিনা জানেন, লিগ শীর্ষে নিজেদের অবস্থান বজায় রাখতে এই সময়ে তাঁদের জন্য একটি জয় খুবই গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের মতো দলের বিরুদ্ধে জয় অর্জন করলে, তারা আইএসএল শিল্ড জয় করার লক্ষ্যে আরও একটি বড় পদক্ষেপ নিতে পারবে।