বিগত কয়েক মরসুমে সবুজ মেরুন ব্রিগেডের মাঝমাঠের প্রাণ ভোমরা ছিলেন জনি কাউকো (Joni Kauko)। ইন্ডিয়ান সুপার লীগে খেলা অন্যতম সেরা বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। চোটের কারণে এখন তিনি মাঠের বাইরে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনও সময় লাগতে পারে। তার আগে জোর কদমে দল গঠনের কাজ করছে মোহন বাগান সুপার জায়ান্ট। আগামী মরসুমে সবুজ মেরুন জার্সি পরে জনি কাউকো কি মাঠে নামবেন? প্রশ্ন রয়েছে, রয়েছে আভাস।
এবারে শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লীগ সেরার শিরোপা জিতেছিল এটিকে মোহন বাগান। মরসুমের শুরু থেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার। চোটের কারণে টুর্নামেন্টের শেষ পর্যন্ত আর খেলতে পারেননি তিনি। দূর থেকে দেখতে হয়েছিল সতীর্থদের ট্রফি উত্তোলনের মুহূর্ত। চোট কাটিয়ে ওঠার পর দল কি তার ওপর আস্থা রাখতে পারবে? সম্প্রতি ফিনিশ তারকাকে নিয়ে মিলেছে আভাস।
শেষ পাওয়া খবর অনুযায়ী, চলতি বছরের মধ্যেই হয়তো সুস্থ হয়ে উঠতে পারবেন জনি কাউকো। সব ঠিক থাকলে অক্টোবর নাগাদ মাঠে নামার জন্য প্রস্তুত হতে পারে তিনি। ততদিনে মোহন বাগান সুপার জায়ান্টের মরসুম শুরু হয়ে যাবে। দুই নতুন বিদেশি ফুটবলারকে বাগান টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যে নিশ্চিত করেছে। এই পরিস্থিতিতে চোট পাওয়া জনিকে হয়তো নিজেদের ফুটবলার হিসেবে মোহন বাগান সুপার জায়ান্ট রেজিষ্টার করবে না। বরং আরও একটু দেখে নিতে পারে ক্লাব।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারির ট্রান্সফার উইন্ডো পর্যন্ত বাগানের স্ক্যানারে থাকতে পারেন জনি কাউকো। এই সময়কালে দলের মাঝ মাঠ কেমন পারফর্ম করে সেটা হবে দেখার বিষয়। দলের সঙ্গে চুক্তি থাকা বিদেশিরা মাঝমাঠে উল্লেখযোগ্য পারফর্ম করতে না পারলে অন্য কিছু ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই সময় আরও একবার হয়তো ভেসে উঠবে অভিজ্ঞ জনি কাউকোর নাম।