HomeSports Newsডায়মন্ডকে আটকাতে অনুশীলনে নামলেন কামিন্স-ম্যাকলারেন! চিন্তায় আপুইয়ার চোট

ডায়মন্ডকে আটকাতে অনুশীলনে নামলেন কামিন্স-ম্যাকলারেন! চিন্তায় আপুইয়ার চোট

- Advertisement -

ডুরান্ড কাপে (Durand Cup) জয় দিয়ে নতুন মরসুম শুরু করলেও, বড় পরীক্ষার আগে অনিশ্চয়তা দেখা দিল সবুজ-মেরুন শিবিরে (Mohun Bagan SG)। মঙ্গলবার অনুশীলনে গুরুতর চোট পেলেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার আপুইয়া। একইসঙ্গে শহরে পা রেখেই অনুশীলনে যোগ দিলেন দলের দুই অজি তারকা জেসন কামিন্স (Jason Cummings) ও জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)।

ডুরান্ডের গ্রুপ পর্বে টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। এই ম্যাচের ফলই ঠিক করবে কে যাবে কোয়ার্টার ফাইনালে। তাই দলগতভাবে এই ম্যাচের প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না কোচ হোসে মোলিনা। কিন্তু এই পরিস্থিতিতে আপুইয়ার চোট দলের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।

   

অনুশীলনের সময় গ্লেন মার্টিন্সের সঙ্গে সংঘর্ষে পড়ে যান আপুইয়া। সঙ্গে সঙ্গেই মাঠে প্রবেশ করেন দলের ফিজিও ও সাপোর্ট স্টাফরা। পরে তাদের সাহায্যেই মাঠ ছাড়েন এই ভারতীয় তারকা মিডফিল্ডার। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁর চোটে উদ্বিগ্ন টিম ম্যানেজমেন্ট।

ডায়মন্ড হারবার ম্যাচের আগে ধাক্কা, চোটের কবলে বাগানের এই ফুটবলার

তবে আপুইয়ার চোটের মধ্যেও খানিক স্বস্তির খবর নিয়ে এলেন বিদেশি তারকারা। সোমবার গভীর রাতে কলকাতা এসে পৌঁছান জেসন কামিন্স ও জেমি ম্যাকলারেন। কামিন্স যখন বিমানবন্দর থেকে বের হন, তখন রাত প্রায় ২:২০। এর কিছুক্ষণ আগেই শহরে পৌঁছে গিয়েছেন ম্যাকলারেন। দুই অজি তারকার আগমন নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছিল বাগান সমর্থকদের মধ্যে।

শহরে আসার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেলে ঘরের মাঠে অনুশীলনে নামলেন এই দুই অস্ট্রেলিয়ান। প্রথম দিনের অনুশীলনেই দেখা যায় কামিন্স ও ম্যাকলারেনকে যথেষ্ট চনমনে মেজাজে। অনুশীলনের আগেই সমর্থকদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় দুই ফুটবলারকে। মাঠে নামার খিদে তাদের চোখেমুখে স্পষ্ট।

ডিফেন্স বিভাগে আগেই দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন টম অলড্রেড ও আলবার্তো রদ্রিগেজ। ফলে বিদেশি কোটা নিয়ে এখন বেশ চওড়া অপশন রয়েছে কোচ মোলিনার হাতে। তবে তাঁর সবচেয়ে বড় চিন্তা আপাতত মিডফিল্ড কন্ট্রোল। কারণ, আপুইয়া ছিটকে গেলে অনিরুদ্ধ থাপা ও দীপকের উপর চাপ অনেকটাই বেড়ে যাবে।

Mohun Bagan SG footballer Jason Cummings & Jamie Maclaren start practice ahead of Diamond Harbour FC match in Durand Cup

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular