এবারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL) -শুরুটা খুব একটা ভালো ছিলনা মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) কাছে। তবে সময় এগোনোর সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দেয় সবুজ-মেরুন ব্রিগেড। মাঝে বেঙ্গালুরু এফসির কাছে ধাক্কা খেতে হলেও ছন্দে ফিরতে খুব একটা সমস্যা হয়নি বাগান ব্রিগেডের। তারপর থেকে টানা আটটি ম্যাচ অপরাজিত ছিল কলকাতা ময়দানের এই প্রধান। তাঁদের এমন পারফরম্যান্স রীতিমতো চাপে ফেলে দিয়েছিল সকলকে। কিন্তু গত শুক্রবার ভেঙে যায় সেই রেকর্ড। সেদিন অ্যাওয়ে ম্যাচে জওহরলাল নেহরু ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার কাছে পরাজিত হতে হয়েছে জোসে মোলিনার (Jose Molina) ছেলেদের।
পাঞ্জাবের বিরুদ্ধে কী লক্ষ্য? ফাঁস করলেন খোদ মোলিনা
হোম ম্যাচ থাকায় এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল প্রতিপক্ষ দলকে। যারফলে অতি সহজেই গোল তুলে নিয়েছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। মাঝে দিমিত্রি পেত্রাতোসের গোলে মোহনবাগান সমতায় ফিরলেও শেষ রক্ষা হয়নি। একটি গোলের ব্যবধানেই পরাজিত হতে হয় কলকাতা ময়দানের এই প্রধানকে। সেই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। আগামীকাল নিজেদের অ্যাওয়ে ম্যাচে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। এখন এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করাই অন্যতম লক্ষ্য সকল ফুটবলারদের।
অশ্বিনের অবসরে উথাল-পাতাল, বাদ পড়ছেন রোহিত? রইল ভারতের সম্ভাব্য একাদশ
কিন্তু তাঁর আগেই বড়দিনের আমেজে ধরা দিলেন মোহনবাগান সুপার জায়ান্টের চার দাপুটে ফুটবলার। যাদের মধ্যে জেমি ম্যাকলারেন থেকে শুরু করে রয়েছেন জেসন কামিন্স, গ্ৰেগ স্টুয়ার্ট এবং টম অলড্রেডের মতো ফুটবলাররা। বেশ কিছু ঘন্টা আগেই নিজেদের সোশ্যাল সাইটে ক্রিসমাসের বেশকিছু ছবি আপলোড করেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। পরবর্তীতে সেটিকেই শেয়ার করেন সতীর্থ ফুটবলার জেসন কামিন্স। যেখানে শহরের একটি পাঁচতারা হোটেলে সুসজ্জিত ক্রিসমাস ট্রিয়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মোহনবাগানের তিনফুটবলারকে। পাশাপাশি একটি ছবিতে খাওয়া দাওয়ায় ও মজে থাকতে দেখা যায় টম অলড্রেড সহ বাকি তিন ফুটবলারকে।
হায়দরাবাদ ম্যাচের আগে একী বললেন! লাল-হলুদ অধিনায়ক ক্লেন্টন
তাঁদের এই ছবি সহজেই মন জয় করেছে সকল সমর্থকদের। বর্তমানে চোট সমস্যা থাকায় আগামীকালের ম্যাচে মাঠে নামতে পারবেন না স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্ট। পাশাপাশি জেসন কামিন্সের খেলা নিয়ে ও দেখা দিয়েছে ব্যাপক জটিলতা। এই পরিস্থিতিতে পাঞ্জাব বধের ক্ষেত্রে জেমি ম্যাকলারেনের দিকেই বাড়তি নজর থাকবে সকলের।