Ashique Kuruniyan: হাসপাতাল থেকে বড় আপডেট দিলেন আশিক কুরুনিয়ান

Ashique Kuruniyan

কিছুটা হলেও আশার কথা শোনালেন আশিক কুরুনিয়ান (Mohun Bagan SG Footballer Ashique Kuruniyan)। নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে তাঁর অস্ত্রোপচার। এবার দ্রুত সেরে ওঠার ব্যাপারে কামনা করছেন ভারতের অন্যতম সেরা উইঙ্গার।

Advertisements

মঙ্গলবার সন্ধ্যায় নিজের মেডিক্যাল আপডেট দিয়েছিলেন আশিক কুরুনিয়ান। সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানিয়েছেন, “আমার ACL সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। দুর্ভাগ্যবশত এই চোটের জন্যই মাঠ থেকে ছিটকে যেতে হয়েছে আমাকে। ভারতের জাতীয় দল এবং মোহন বাগান সুপার জায়ান্টের জন্য মাঠে নামতে না পারার আক্ষেপ রয়েছে। তবে এটুকু বলতে পারি দ্রুত মাঠে ফিরে আসার জন্য যা করণীয় তার সবই আমি করবো, আবার আগের মতো খেলবো বল পায়ে।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Ashique Kuruniyan (@ashiquekuruniyan22)

Advertisements

চলতি মরসুমের শুরুতে ভালো ফর্মে ছিলেন আশিক। দেশের হয়ে খেলতে গিয়ে চোট পেলেন। কিংস কাপে ভারতের হয়ে মাঠে নেমে চোটের কবলে পড়েছিলেন তিনি। সেখানেও এক বিতর্ক। টিম ইন্ডিয়ার মেডিক্যাল টিম নাকি আশিকের চোটকে গুরুত্বের সঙ্গে দেখেননি। ঘটনায় বেজায় চটেছিল মোহন বাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। পরে জানা যায় যে চোট এতটাই গুরুতর যে এই মরসুমে আশিক আর মাঠেই নামতে পারবেন না।