HomeSports NewsMohun Bagan SG: বাংলায় ডুরান্ড-সুপার কাপ-আই লিগ, আসবে শিল্ড?

Mohun Bagan SG: বাংলায় ডুরান্ড-সুপার কাপ-আই লিগ, আসবে শিল্ড?

- Advertisement -

চলতি মরসুমে বাংলা ফুটবলে এসেছে একের পর সাফল্য। ডুরান্ড কাপ জিতে মরসুম শুরু করেছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। মরসুমের মাঝামাঝি সময়ে ইস্টবেঙ্গল এফসি জিতল কলিঙ্গ সুপার কাপ। আই লিগ জিতল মহামেডান স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে তিনটি ট্রফি নিশ্চিত করেছে বাংলার তিন প্রধান ক্লাব। রাজ্যে আসতে পারে আরও খেতাব।

   

মোহনবাগান সুপার জায়ান্টের সামনে এখন রয়েছে লিগ শিল্ড জয়ের সুযোগ। চেন্নাইন এফসির বিরুদ্ধে হেরে কাজটা কঠিন করে ফেলেছে সবুজ মেরুন ব্রিগেড। তবে জেতাব্র সুযোগ এখনও রয়েছে। আজও মুম্বাই সিটি এফসি বনাম ওড়িশা এফসি ম্যাচ। মুম্বাই, মোহনবাগান ও ওড়িশা, এই তিন দল রয়েছে শিল্ড জয়ের দৌড়ে।

মোহনবাগান সুপার জায়ান্টের পরের ম্যাচ দু’টো রয়েছে আগামী বৃহস্পতিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তারপরের ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। দু’টো ম্যাচই জিততে চাইবে বাগান।

বাকি সমস্ত ম্যাচ জিতলে শিল্ড জয়ের সম্ভাবনা থাকবে। পরের ম্যাচে বেঙ্গালুরু এফসিকে হারাতে না পারলে এবং মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসিকে পরাজিত করলে শিল্ডের দৌড়ে পিছিয়ে পড়বে মোহনবাগান সুপার জায়ান্ট। চেন্নাই এফসির বিরুদ্ধে না হেরে, বাগান যদি পরপর সব ম্যাচ জিততে পারতো তাহলে শিল্ড চলে আসত হাতের মুঠোয়। চেন্নাইনের কাছে হেরেই অংক জটিল করে ফেলেছে সবুজ মেরুন ব্রিগেড।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular