আক্রমণভাগের এই দুই ফুটবলারের দিকে নজর বাগানের

সিজনের শুরুটা খুব একটা সুখকর ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। পরাজিত হতে হয়েছিল ঐতিহ্যবাহী ডুরান্ডের ফাইনাল ম্যাচ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য…

Jithin MS & Parthib Gogoi

সিজনের শুরুটা খুব একটা সুখকর ছিল না মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG)। পরাজিত হতে হয়েছিল ঐতিহ্যবাহী ডুরান্ডের ফাইনাল ম্যাচ। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আইএসএলের প্রথম ম্যাচ খেলতে নামে কলকাতা ময়দানের এই প্রধান দল। তবে এগিয়ে থেকেও আসেনি জয়। যা নিয়ে কিছুটা হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে সময়ের সাথে সাথেই অনবদ্য ছন্দে ধরা দেয় কলকাতা ময়দানের এই প্রধান। শুরুরু দিকে ইন্ডিয়ান সুপার লিগের লিগ টেবিলের বেশ কিছুটা তলানিতে থাকতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি।

খুব সহজেই টুর্নামেন্টের বাকি দলগুলির থেকে অনেকটাই এগিয়ে যায় সবুজ-মেরুন। যারফলে গত ফুটবল সিজনের মতো এবার ও শিল্ড নিয়ে সেলিব্রেশন করা ছিল শুধু সময়ের অপেক্ষা। লিগের কয়েকটি ম্যাচ বাকি থাকতেই শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যায় মেরিনার্সরা। সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসি‌কে ঘরের মাঠে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য এই খেতাব জয়লাভ করে মোহনবাগান। তবে নিয়মরক্ষার বাকি ম্যাচগুলিকে হালকা ভাবে নেননি বাগান কোচ জোসে মোলিনা‌। বাকি দুইটি ম্যাচ অপরাজিত থেকেই শিল্ড জয়ের সেলিব্রেশনে মেতেছিল বাগান ফুটবলাররা।

   

Also Read | ১৬ মাস পর জয়ের খরা কাটছে মানোলো জামানায়! ভেকের গোলের এগিয়ে ভারত 

এবার জয়ের ধারা বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হতে চান সকলে। তবে চোট আঘাতের সমস্যা কিছুটা হলেও চিন্তায় রাখছে বাগান কোচ জোসে মোলিনা‌কে। বলাবাহুল্য, গত কয়েকদিনে চোটের সমস্যায় পড়েছেন দলের দুই ফুটবলার আশীষ রাই এবং মনবীর সিং। এক কথায় যা বিরাট বড় ধাক্কা। সেই সমস্ত কাটিয়ে উঠে এবার আইএসএল ট্রফি জয় করেই মরসুম শেষ করতে চান জেসন কামিন্স থেকে শুরু করে জেমি ম্যাকলারেনের মতো ফুটবলাররা। কিন্তু সেখানেই শেষ নয়। এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরেই নাকি বেশ কিছু ভারতীয় ফুটবলারদের দিকে নজর রয়েছে সবুজ-মেরুনের। এক্ষেত্রে ব্রাইসন ফার্নান্দেজের পাশাপাশি ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে জিথিন এমএস এবং পার্থিব গগৈয়ের নাম। বর্তমানে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত রয়েছেন এই দুই দাপুটে ফুটবলার। ইতিমধ্যেই এই দলের হয়ে ২১ টি ম্যাচ খেলে ফেলেছেন পার্থিব। তারমধ্যে দুইটি গোল এবং তিনটি অ্যাসিস্ট রয়েছে আসামের এই উইঙ্গারের। আগামী ২০২৭ পর্যন্ত এই ফুটবলারের সঙ্গে চুক্তি থাকলেও তাঁকে নিয়ে নাকি আগ্রহ প্রকাশ করেছেন বাগান ব্রিগেড। অন্যদিকে চলতি বছরের জুন মাসেই জিথিনের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নর্থইস্টের।

যতদূর খবর এখনও পর্যন্ত নতুন করে চুক্তি বাড়ানোর কথা বলা হয়নি ম্যানেজমেন্টের তরফে। সেই সুযোগ কাজে লাগিয়েই বাজিমাত করতে পারে মোহনবাগান। যদিও সেগুলি এখনও স্পষ্ট নয়।