ডুরান্ড কাপের প্রথম ম্যাচে এসেছে জয়। জয়ের রেশ কলকাতা ফুটবল লিগেও ধরে রাখতে চাইবে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে পুরো ৩ পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য বাগানের।
East Bengal FC: লাল-হলুদে উজ্জ্বল ‘ডি-ডি’ জুটি
কলকাতা ফুটবল লিগ ২০২৪-এ ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না মোহনবাগান সুপার জায়ান্ট। দানা বাঁধছে না খেলা। চাপ বাড়ছে বাগানের রিজার্ভ দলের নতুন কোচ দেগি কার্দোজর ওপর। তিনিও এদিনের ম্যাচ থেকে জয় অর্জন করে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে চাইবেন।
চলতি মরসুমে সবুজ মেরুন জার্সিতে ভরসার মুখ হয়ে উঠেছেন সুহেল আহমেদ ভাট। কলকাতা ফুটবল লীগের পর ডুরান্ড কাপেও গোল পেয়েছেন। মোহনবাগান সুপার জায়ান্টের তুলনায় খাতায় কলমে অনেকটা পিছিয়ে টালিগঞ্জ অগ্রগামী। এবারের মরসুমের জন্য একেবারে নতুন দল সাজিয়েছে তারা। তবে এখনও কাজের কাজ হয়নি। অন্য দিকে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের কোর টিম ধরে রাখলেও পারফর্ম করতে পারছে না প্রত্যাশা মতো।
East Bengal FC: ইস্টবেঙ্গলের জার্সিতে এখনও থামেনি মহেশের দৌড়
Our boys are ready to get back in action ⚡#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/BtIrnn0im8
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 30, 2024
গতকাল গিয়েছে মোহনবাগান দিবস। হেড কোচ হোসে মোলিনার কোচিংয়ে অনুশীলন শুরু হয়েছে জোর কদমে। বেশিরভাগ ফুটবলার উপস্থিত রয়েছেন কলকাতায়। ক্লাবে এখন সাজোসাজো রব। টালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে পুরো ৩ পয়েন্ট আদায় করে নিতে পারলে মোহনবাগান সমর্থকরাও বারোটি অক্সিজেন পাবেন। মোহনবাগান ও টালিগঞ্জ দুই দলই পয়েন্ট বিচারে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। তবুও ধারেভারে অগ্রগামীকে পিছনে ফেলে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের।