ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সন্ধ্যায় মুখোমুখি হয় মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিপক্ষ প্রথমবার এই প্রতিযোগিতায় সুযোগ পাওয়া ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। দুই দলের কাছেই ম্যাচটি কার্যত ছিল ‘নকআউট’। জিতলেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা, হার বা ড্র মানেই তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে। গোলপার্থক্যে এগিয়ে থেকে মাঠে নামলেও অভিজ্ঞতার জোরে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে গেল সবুজ-মেরুন শিবির।
ম্যাচের শুরু থেকেই দুই দলই মাঠে নামে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে। প্রথম ১০ মিনিটে দুই পক্ষের মাঝেই দেখা গেল সমান তালে লড়াই, তবে তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ হয়নি। ধীরগতিতে শুরু করলেও ধীরে ধীরে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় মোহনবাগান।
১৫ মিনিটে আসে প্রথম বড় সুযোগ। পাসাং দর্জি তামাংয়ের বাড়ানো বল পেয়ে বক্সের ভিতরে সাহাল আব্দুল সামাদ নিখুঁতভাবে জেমি ম্যাকলারেনকে বল বাড়ান। ডায়মন্ডের গোলরক্ষক সুস্নাত মালিকের সঙ্গে ১ অন ১ অবস্থায় শট নেন ম্যাকলারেন, কিন্তু গোললাইন থেকে অসাধারণ সেভ করে দলকে রক্ষা করেন ডায়মন্ডের গোলকিপার সুস্নাত।
অবশেষে এল সেই কাঙ্খিত গোল। ১৯ মিনিটে এক গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড। লিস্টন কোলাসোর থ্রু বল সাহালকে, তার টাচ থেকে বল পৌঁছে যায় অনিরুদ্ধ থাপার পায়ে। বক্সের বাইরে থেকে থাপার নেওয়া নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেয় বল। গোটা যুবভারতী তখন ‘গোওওওল’ ধ্বনিতে মুখরিত। কিন্তু লিড বেশিক্ষণ টিকল না। ২৪ মিনিটে জবি জাস্টিনের বাড়ানো পাস থেকে লুকা মাজসেন গাউন্ড শটে গোল করে ডায়মন্ড হারবারকে সমতায় ফেরান।
৩৫ মিনিটে ফের আঘাত হানে মোহনবাগান। ডায়মন্ডের রক্ষণভাগের ভুলে বল পান সাহাল, সেখান থেকে নিখুঁত পাস ম্যাকলারেনের উদ্দেশে। এবার অস্ট্রেলীয় স্ট্রাইকার কোনো ভুল না করে গোলকিপারকে পরাস্ত করেন এবং দলকে ২-১ এগিয়ে দেন। প্রথম সুযোগ মিস করলেও দ্বিতীয়বার আর ছাড় দেননি গত মরসুমের বাগানের বর্ষসেরা স্ট্রাইকার।
৩৮ মিনিটে গিরিক খোসলাকে ফাউল করে হলুদ কার্ড দেখেন প্রথম ম্যাচে লাল কার্ড পাওয়া আপুইয়া। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে একাধিক সুযোগ আসে বাগানের সামনে, কিন্তু শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবধান আর বাড়েনি। অন্যদিকে ডায়মন্ড হারবারও একবার সমতা ফেরানোর সহজ সুযোগ পেয়েছিল, কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে মোহনবাগানের লিডে। থাপা ও ম্যাকলারেনের গোল তাদের এগিয়ে রেখেছে, অন্যদিকে লুকা মাজসেনের একমাত্র গোলেই বেঁচে আছে ডায়মন্ড হারবারের আশা। দ্বিতীয়ার্ধে এখন দেখার বিষয় কিবু বিকুনার দল কি সমতা ফেরাতে পারে, নাকি অভিজ্ঞতা ও দক্ষতায় এগিয়ে থেকে মেরিনার্সরা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে।