ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-২৫ (ISL 2024-25) মরসুমের নকআউট পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। এবারের মরসুমের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে প্লে-অফের দিনগুলি, যা ২৯ এবং ৩০ মার্চ শুরু হবে। পাশাপাশি শিল্ড জয়ী মোহনবাগান শিবির (Mohun Bagan SG) ৩ এপ্রিল সেমিফাইনাল প্রথম লেগে নামছে। দ্বিতীয় লেগটি হবে ৭ এপ্রিল। অন্যদিকে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া (FC Goa) ২ এপ্রিল প্রথম লেগে নামছে। দ্বিতীয় লেগটি হবে ৬ এপ্রিল।
তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা তিন দল বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসি তাদের জোড়া লেগের নকআউট ম্যাচ খেলবে। তারপর ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে উঠবে। এবং তাদের সঙ্গে মোহনবাগান-গোয়া উক্ত দিনগুলিতে সেমিফাইনাল ম্যাচ খেলবে। একটি অ্যাওয়ে এবং একটি হোম।
শিল্ড জয়ের পর মোহনবাগানের এবারের লক্ষ্য আইএসএল ট্রফি জয়। কিন্তু সেই আশার কতটা ফলপ্রসূ হবে সেটাই দেখার বিষয়।
নকআউট পর্বের পূর্ণাঙ্গ সূচি
২৯ মার্চ: প্রথম নকআউট – বেঙ্গালুরু এফসি (হোম) বনাম মুম্বই সিটি এফসি
৩০ মার্চ: দ্বিতীয় নকআউট – নর্থইস্ট ইউনাইটেড এফসি (হোম) বনাম জামশেদপুর এফসি
২ এপ্রিল: সেমিফাইনাল ১ (প্রথম লেগ) – প্রথম নকআউট ম্যাচের জয়ী দল (হোম) বনাম এফসি গোয়া
৩ এপ্রিল: সেমিফাইনাল ২ (প্রথম লেগ) – দ্বিতীয় নকআউট ম্যাচের জয়ী দল (হোম) বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
৬ এপ্রিল: সেমিফাইনাল ১ (দ্বিতীয় লেগ) – এফসি গোয়া (হোম) বনাম প্রথম নকআউট ম্যাচের জয়ী দল
৭ এপ্রিল: সেমিফাইনাল ২ (দ্বিতীয় লেগ) – মোহনবাগান সুপার জায়ান্ট (হোম) বনাম দ্বিতীয় নকআউট ম্যাচের জয়ী দল
১২ এপ্রিল: ফাইনাল – সেমিফাইনাল ১ জয়ী দল বনাম সেমিফাইনাল ২ জয়ী দল