কান্তিরাভায় ফের চেনা ছন্দে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan SG)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল বাগান ব্রিগেড। পুরো সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল কলকাতার এই প্রধান।
দলের জার্সিতে আজ গোল করেন যথাক্রমে হেক্টর ইউৎসে, মনবীর সিং, অনিরুদ্ধ থাপা এবং আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। আজকের এই জয়ের দরুন এবারের এই ফুটবল টুর্নামেন্টের শিল্ডের লড়াইয়ে আরো একধাপ এগিয়ে গেল বাগান শিবির। যা নিয়ে খুশির আমেজ সমর্থকদের মধ্যে।
উল্লেখ্য, গত ৬ই এপ্রিল অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসিকে পরাজিত করেছিল শুভাশিসরা। যারফলে, স্বাভাবিকভাবেই আজএই ম্যাচের শুরু থেকে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা যায় মেরিনার্সদের। তবে নিজেদের ঘরের মাঠ অর্থাৎ কান্তিরাভায় বেঙ্গালুরু প্রভাব ফেলার চেষ্টা করলেও তা খুব একটা কাজে আসেনি।
প্রতিপক্ষ ফুটবলারদের ভুল বোঝাবুঝি সুযোগ নিয়েই ম্যাচের ১৭ মিনিটের মাথায় গোল করে বাগান শিবিরকে এগিয়ে দেন জাপানি ফুটবলার হেক্টর ইউৎসে। তারপর থেকেই আক্রমণ প্রতি আক্রমণ চলতে থাকে গোটা মাঠ জুড়ে। কিন্তু প্রথমার্ধের শেষে গোল পরিশোধ করা সম্ভব হয়নি সুনীলদের।
What a performance, 4 goals, clean sheet and 3 HUGE points! All to play for at VYBK on Monday! ⚡️
Watch #ISL 2023-24 live on @JioCinema , @sports18 & @vh1india 👉 https://t.co/s6ihnnu494#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema pic.twitter.com/Xu1SunU75Z
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 11, 2024
অন্যদিকে, দ্বিতীয়ার্ধ শুরু হতেই চাপ বাড়াতে শুরু করে মোহনবাগান। সেই সুবাদেই চলে আসে দ্বিতীয় গোল। বল জালে জড়ান মনবীর সিং। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ফের গোল। এবার দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান অনিরুদ্ধ থাপা। তারপর আর সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি হার্নান্দেজদের। এর ফলে ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আইএসএলের দশম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল গতবারের রানার্সরা।