আনোয়ার আলিকে নিয়ে কেন ফেডারেশনকে চিঠি দিল মোহনবাগান?

আনোয়ার আলি (Anwar Ali) বিতর্কে অবিলম্বে সিদ্ধান্তের দাবি জানিয়ে ফের সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রায় দেড়…

Mohun Bagan SG demands to AIFF quick resolution Anwar Ali trasnfer dispute letter

আনোয়ার আলি (Anwar Ali) বিতর্কে অবিলম্বে সিদ্ধান্তের দাবি জানিয়ে ফের সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে (AIFF) চিঠি দিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রায় দেড় বছর ধরে চলতে থাকা এই বিতর্কের নিষ্পত্তিতে বিলম্বে ক্লাব কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে (Bengali Sports News)।

চিঠিতে মোহনবাগান কড়া ভাষায় জানিয়েছে, একাধিক শুনানির তারিখ ঠিক হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায়, ক্লাবের পরিকল্পনা এবং ফুটবলারদের ভবিষ্যৎ দুই প্রশ্নের মুখে পড়েছে। এর ফলে ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে মত প্রকাশ করেছে তারা।

   

চিঠিটি পাঠানো হয়েছে ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের উদ্দেশে। চিঠিতে মোহনবাগান ফেডারেশনকে সুপ্রিম কোর্টে গৃহীত খসড়া সংবিধান সংক্রান্ত ইতিবাচক অগ্রগতির জন্য শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি, এই ইস্যুতে ফেডারেশনের “due process ও স্বচ্ছতার” প্রতি প্রতিশ্রুতি প্রশংসা করেছে ক্লাব।

তবে চিঠির মূল দাবি, ২০২৪ সালের ১০ আগস্টে ঘটে যাওয়া আনোয়ার আলির ট্রান্সফার সংক্রান্ত বিতর্কের দ্রুত নিষ্পত্তি। উল্লেখ্য, ওই সময় আনোয়ার মোহনবাগান থেকে আগেভাগে ঋণ চুক্তি ভেঙে ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেন। তার আগে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছ থেকে তিনি নিজ দায়িত্বে নো অবজেকশন সার্টিফিকেট (NOC) সংগ্রহ করেন। এরপর থেকেই দুই ক্লাবের মধ্যে শুরু হয় বিতর্ক।

মোহনবাগান প্রশ্ন তুলেছে, NOC জারির প্রক্রিয়াটি ঠিক কতটা স্বচ্ছ এবং নিয়ম মেনে হয়েছিল? তারা দাবি করেছে, নিয়ম-কানুন পরিস্কার না থাকায় এই ধরনের জটিলতা আরও বাড়ছে।

Advertisements

সবশেষে, মোহনবাগান চাইছে এক নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে চূড়ান্ত শুনানি ও লিখিত আদেশ প্রকাশ করুক ফেডারেশন। যাতে করে সমস্ত পক্ষ এই অনিশ্চয়তা থেকে মুক্তি পায় এবং খেলার উপর ফোকাস করতে পারে।

Mohun Bagan SG demands to AIFF quick resolution Anwar Ali trasnfer dispute letter