বাগান ডিফেন্সকে সামলাতে হবে ট্র্যাক্টরের চাপ

Advertisements জয় দিয়ে এসিএল ২ অভিযান (AFC match preview) শুরু করতে পারেনি মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্ট। একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে পয়েন্ট নষ্ট…

Mohun Bagan Set to Kick Off AFC Champions League

Advertisements

জয় দিয়ে এসিএল ২ অভিযান (AFC match preview) শুরু করতে পারেনি মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্ট। একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে পয়েন্ট নষ্ট করেছে হোসে মলিনার ছাত্ররা। ঘরের মাঠে রাভশন এফসির বিরুদ্ধে বল পজিশন নিজেদের কাছে রেখেও কাজের কাজ করতে পারেনি মোহনবাগান। তাদের পরবর্তী এএফসি প্রতিপক্ষ আরও শক্তিশালী।  গোল করার ব্যাপারে পটু ট্র্যাক্টর এফসি।

Advertisements

আল ওয়াকরাহকে ৩-০ গোলে হারিয়েছে ট্র্যাক্টর এফসি। যদিও বলের দখল অধিকাংশ সময় ছিল আল ওয়াকরাহর ফুটবলারদের পায়ে। ট্র্যাক্টর নিজেদের রক্ষণ সামলে উঠেছিল গোলের সন্ধানে। পরিসংখ্যান অনুযায়ী, ট্র্যাক্টরের ফুটবলাররা ৫টি শট টার্গেটে রেখেছিলেন, যার মধ্যে তিনটি শট গোলে রূপান্তর হয়েছে। তার মানে মোহনবাগান সুপার জায়ান্টের এই প্রতিপক্ষ দলের গোল করভার্সন রেট খুবই ভাল। সবুজ মেরুন ডিফেন্সকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

ট্র্যাক্টর এফসি দলের বেশিরভাগ ফুটবলার স্থানীয়। ইরানের জাতীয় দলের একাধিক ফুটবলার দলে রয়েছেন। শারীরিক সক্ষমতার দিক থেকেও হয়তো মোহনবাগান সুপার জায়ান্টের থেকে কিছুটা এগিয়ে থাকবে তারা। ট্র্যাক্টর এফসি খেলার অনেক ফুটেজ ইন্টারনেটে রয়েছে। দলটির ডিফেন্স লাইন যে বেশ শক্তপোক্ত সেটা বলার অপেক্ষা রাখে না। ডিফেন্ডারদের গোল করার ক্ষমতা রয়েছে। কিন্তু মাঝমাঠ ডিফেন্সের তুলনায় ততটা শক্তপোক্ত নয়। মোহনবাগান প্রতিপক্ষের এই দুর্বলতাকে কাজে লাগাতে পারে।

সবুজ মেরুন ব্রিগেডে একাধিক ভাল মিডফিল্ডার রয়েছেন। কোচ হোসে মলিনা নিজেও পাসিং ফুটবল খেলাতে পছন্দ করেন। মলিনার মগজাস্ত্রের সাহায্যে মোহনবাগান যদি মাঝমাঠ দখল করতে পারে তাহলে চাপে পড়তে পারে ট্র্যাক্টর এফসি। মোহনবাগানের আক্রমণভাগে মূলত বিদেশি ফুটবলাররা থাকতে চলেছেন। মাঝমাঠে ভারতীয় ফুটবলারদের আধিক্য। ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে হোসে মলিনা তাঁর দলের মাঝমাঠ জমাট করতে পারলে প্রতিপক্ষকে ধরাশায়ী করার সম্ভাবনা থাকবে।