Mohun Bagan SG: প্রস্তুতির সুযোগই পায়নি মোহনবাগান!

ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকার শীর্ষে চলে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্ট। হিসেব অনুযায়ী গ্রুপ বাকি সব ম্যাচ জিততে পারলে…

Mohun Bagan SG

ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ ক্রম তালিকার শীর্ষে চলে গিয়েছে মোহনবাগান (Mohun Bagan SG) সুপার জায়ান্ট। হিসেব অনুযায়ী গ্রুপ বাকি সব ম্যাচ জিততে পারলে ৫১ পয়েন্টে পৌঁছাতে পারবে বাগান। এই পয়েন্ট আইএসএল ইতিহাসে একটি রেকর্ড হতে পারে। সেই সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের নামে হতে পারে লিগ শিল্ড।

Advertisements

তবে তার জন্য জয়ের ধারা বজায় রাখতে হবে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের আগে কিছুটা অস্বস্তিতে সবুজ মেরুন ব্রিগেড। কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস স্পষ্ট জানিয়েছেন, কেরালা ব্লাস্টার্স ম্যাচ খেলার জন্য যথেষ্ট প্রস্তুতি নেই দলের। ম্যাচের আগে অভিজ্ঞ স্প্যানিশ কোচ বলেছেন, “এই ম্যাচের জন্য প্রস্তুতির সুযোগই পাইনি আমরা। একটা ম্যাচ হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টা পরই আরও একটা ম্যাচ। সে ভাবে ভাবনা-চিন্তাও করতে পারিনি ম্যাচটা নিয়ে। কাজটা খুব কঠিন। কিন্তু আমরা পেশাদার। আমাদের তো মাঠে নামতেই হবে।”

   

চলতি ইন্ডিয়ান সুপার লিগের সূচি নিয়ে আগেও একাধিক প্রশ্ন উঠেছে। মাঝে মধ্যে খুব কম সময়ের ব্যবধানে মাঠে নামতে হচ্ছে একাধিক দলকে। যার ফলে প্রাক ম্যাচ প্রস্তুতি কিংবা চোট আঘাত সমস্যা জনিত কারণ ভাবিয়ে তুলেছে প্রশিক্ষকদের। তবে হাবাস কাউকে আক্রমণের পথে যাননি।

বরং নিজের পেশাদার মোড়ক বজায় রেখে বলেছেন, “কোনও ম্যাচেই ড্র বা হার নিয়ে ভাবি না আমি। সব ম্যাচেই তিন পয়েন্ট পাওয়ার জন্যই মাঠে দল নামাই। কেরালা ব্লাস্টার্স ম্যাচেও জেতার জন্যই আমার দল নামবে। এখন আমাদের সব ম্যাচেই জিততে হবে। তা হলে আর কোনও জটিল অঙ্কের হিসাব কষতে হবে না।”