ইস্টবেঙ্গলের পর IFA শিল্ডে নিশ্চিত আরেক দল! কিন্তু কে?

শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডে (IFA Shield 2025) অংশগ্রহণের সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে…

Mohun Bagan SG confirms participation in IFA Shield 2025 after East Bengal FC

শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডে (IFA Shield 2025) অংশগ্রহণের সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতির মাধ্যমে ক্লাব স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এবারের আইএফএ শিল্ড খেলতে নামবে। কয়েক সপ্তাহ ধরেই এই বিষয়টি নিয়ে সমর্থক মহলে উত্তেজনার পারদ চড়ছিল (Kolkata Football News)। এবার সেই সংশয়ের ইতি টেনে মাঠে নামার সিদ্ধান্ত জানাল সবুজ-মেরুন ব্রিগেড (Bengali Sports News)।

Advertisements

চার বছর পর আবারও আয়োজিত হতে চলেছে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট, আইএফএ শিল্ড। আগামী ৮ অক্টোবর থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আই লিগ ও আইএসএল মিলিয়ে মোট ছয়টি দলকে নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। পূর্বেই ইস্টবেঙ্গল (East Bengal FC) তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছিল। এবার মোহনবাগানের সম্মতি মিলতেই টুর্নামেন্টের আকর্ষণ দ্বিগুণ বেড়ে গেল বলেই মনে করছে ফুটবল মহল।

   

সমর্থকদের চাপে সিদ্ধান্ত?

মোহনবাগান শিল্ড খেলবে কিনা, তা নিয়ে গত কয়েকদিন ধরে তৈরি হয়েছিল নানা গুঞ্জন। এমনকী বিভিন্ন মোহনবাগান ফ্যান ক্লাব আইএফএফের কাছে চিঠি পাঠিয়েও ক্লাবকে টুর্নামেন্টে নামানোর দাবি তোলে। আইএফএ সচিব অনির্বাণ দত্ত সেই দাবিকে গুরুত্ব দিয়েই ক্লাবগুলিকে সময়সীমা বাড়িয়ে দিয়েছিলেন। শেষপর্যন্ত মোহনবাগান কর্তৃপক্ষের তরফ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

অনুপস্থিত থাকবে মহামেডান ও ডায়মন্ড হারবার

এই টুর্নামেন্টে খেলছে না মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি। মহামেডানের তরফে জানানো হয়েছে, ১৪ অক্টোবর পর্যন্ত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে, ফলে তাদের ফিরিয়ে এনে প্রস্তুতি শুরু করা সম্ভব নয়। ডায়মন্ড হারবার এফসিও আগেই জানিয়ে দিয়েছে তারা এই টুর্নামেন্টে অংশ নেবে না। ফলে আয়োজকদের পক্ষে দল জোগাড় করা নিয়ে কিছুটা সমস্যা হলেও, মোহনবাগানের যোগদানে অনেকটাই স্বস্তি ফিরেছে আইএফএ শিবিরে।

আইএফএ বিকল্প পরিকল্পনা

ইতিমধ্যে ইস্টবেঙ্গল ও গোকুলাম কেরালা তাদের সম্মতি জানিয়ে দিয়েছে। পাশাপাশি বেঙ্গালুরু এফসি ও পাঞ্জাব এফসির সঙ্গে আলোচনায় ব্যস্ত আইএফএ। আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, “আমরা আরও কিছু ভালো দলের সঙ্গে কথা বলছি। নির্ধারিত সময়েই শিল্ড শুরু হবে। ফুটবলপ্রেমীদের জন্য এক জমজমাট টুর্নামেন্ট অপেক্ষা করছে।”

২০১৪ সালে শেষবার আইএফএ শিল্ড জিতেছিল মহামেডান স্পোর্টিং। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শিল্ডের আয়োজনে বেজে উঠেছে ঐতিহ্যের সুর। এবার মোহনবাগান-ইস্টবেঙ্গল মুখোমুখি হলে, বাংলার মাটিতে সুপার কাপের আগেই দেখা যেতে পারে এক ক্লাসিক ডার্বি ম্যাচ। যেটি ফের ফিরিয়ে আনতে পারে হারিয়ে যাওয়া গৌরবগাথা। সবমিলিয়ে, আইএফএ শিল্ডের এবারের সংস্করণ শুধু একটি টুর্নামেন্ট নয়। বরং বাংলার ফুটবল ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তোলার এক মহা উৎসব হতে চলেছে।

আসন্ন আইএফএ শিল্ডে খেলার বিষয়ে সম্মতি জানাল মোহনবাগান সুপার জায়ান্ট। তারা নিজেদের মাঠ অর্থাৎ মোহনবাগান মাঠ, কিশোর ভারতী স্টেডিয়াম ও যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাদের ম্যাচ গুলো খেলতে চেয়েছে।

Mohun Bagan SG confirms participation in IFA Shield 2025 after East Bengal FC