আনোয়ারের অভাব কি ঢাকতে পারবেন মলিনা?

ডুরান্ড কাপের (Durand Cup 2024) ১৩৩ তম সংস্করণের সেমিফাইনালে প্রবেশ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সাডেন ডেথের মাধ্যমে ম্যাচের মীমাংসা হয়েছে। নির্ধারিত সময়…

JOSE MOLINA Mohun Bagan

ডুরান্ড কাপের (Durand Cup 2024) ১৩৩ তম সংস্করণের সেমিফাইনালে প্রবেশ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সাডেন ডেথের মাধ্যমে ম্যাচের মীমাংসা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ৩-৩। মোহনবাগান যেমন তিনটি গোল দিয়েছে, তেমনই তিনটি গোল করেছে পঞ্জাব এফসি (Punjab FC)।

চাপের মুখেও গোল, মানসিক দৃঢ়তা দেখাচ্ছে Mohun Bagan

   

পঞ্জাব এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে হোসে মলিনা জানিয়ে দিয়েছিলেন, মরশুম এখনও পুরো দমে শুরু হয়নি। ডুরান্ড কাপ যে দলের কাছে প্রস্তুতির মঞ্চ সেটা স্পষ্ট। মরশুম শুরু হওয়ার আগে ডুরান্ড কাপ। ফল শুধু মোহনবাগান নয়, ইন্ডিয়ান সুপার লিগ কিংবা আই লিগ খেলতে চলা বহু দলের জন্যই এই টুর্নামেন্ট আগামী দিনের জন্য নিজেদের তৈরি করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম বিশেষ। ম্যাচের মাধ্যমে বোঝা যায় দলের দুর্বলতা কোথায়।

মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগ গতবারের থেকেও বেশি ধারালো। চলতি ডুরান্ড কাপে প্রচুর গোল করেছে দল। ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে সেরা দল হিসেবে উঠে এসেছিল সবুজ মেরুন ব্রিগেড। গ্ৰুপ পর্যায়ের দুই ম্যাচে দলকে একটিও গোল হজম করতে হয়নি।

কাশ্মীরের ডাউনটাউন হিরোজ কিংবা ভারতীয় বায়ু সেনার ফুটবল দল পঞ্জাব এফসির তুলনায় ধারেভারে অনেকটা পিছিয়ে। হিরোজ ও বায়ুসেনার ফুটবল টিম বাগানকে খুব একটা পরীক্ষার মুখে ফেলতে পারেনি। বাগানকে পরীক্ষার মুখে ফেলেছে পঞ্জাব এফসি। আলবার্তো, রদ্রিগেজ, টম আলড্রেডদের পরাস্ত হয়ে তিন গোল দিয়েছে পঞ্জাব এফসি।

ইস্টবেঙ্গল রক্ষণকে চাপে ফেলতে পারে দিল্লি-রাজস্থান কাঁপানো বিদেশি!

গত মরসুমে হেক্টর ইয়ুস্তের সঙ্গে জুটি বেঁধেছিলেন আনোয়ার আলি। ছিলেন ব্র্যান্ডন হামিল। আনোয়ার ইতিমধ্যে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন। ফলত মোহনবাগানে দু’জন বিদেশি ডিফেন্ডার থাকলেও অভাব রয়েছে ভারতীয় ডিফেন্ডারের। দীপক টাংরি রয়েছে। রিজার্ভ দলেও রক্ষণভাগের একাধিক ফুটবলার রয়েছেন। কিন্তু তাঁদেরকে কাজে লাগিয়ে হোসে মলিনা কি ঢাকতে পারবেন আনোয়ার আলির অভাব? উত্তর দেবে সময়।