HomeSports Newsআল্ড্রেড-দীপেন্দু জুটি পরখ করলেন বাগান কোচ

আল্ড্রেড-দীপেন্দু জুটি পরখ করলেন বাগান কোচ

- Advertisement -

ড্রেসিং রুম থেকে শুভাশিস বসু (Subhasish Bose) বেরিয়ে আসতেই উল্লাসে ফেটে পড়েছিল মোহনবাগান (Mohun Bagan) তাঁবুতে উপস্থিত জনতা। ৩১ অগস্ট হতে চলা ডুরান্ড কাপের ফাইনালে অধিনায়ক খেলতে পারবেন কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। সেমিফাইনালে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন শুভাশিস। শুভাশিসের সেই চোট খুব একটা গুরুতর ছিল না বলেই এখন মনে করা হচ্ছে। দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি।

   

লাগাতার আক্রমণের পথে না-ও যেতে পারেন মলিনা

শুভাশিসের এখন যা কন্ডিশন তাতে হোসে মলিনা তাঁকে রেখেও দল সাজাতে পারেন। কিন্তু তিনি কি শুভাশিসকে রেখে দল সাজাবেন? মোহনবাগান সুপার জায়ান্টের আক্রমণভাগ, মাঝমাঠের খেলা নজর কেড়েছে। ধারাবাহিকভাবে চিন্তায় রেখেছে রক্ষণভাগ। দুই বিদেশি ডিফেন্ডারকে একসঙ্গে খেলিয়েও দেখেছেন বাগান কোচ। কাজের কাজ হয়নি। কোয়ার্টার ফাইনাল পঞ্জাব এফসির কাছে তিন গোল হজম করেছিল মোহনবাগান, সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির জোড়া গোলে পিছিয়ে পড়েছিল দল।

আশঙ্কা, শুভাশিস না থাকলে দলের এই রক্ষণকে আরও দুর্বল দেখাতে পারে। পরপর ম্যাচে একাধিক গোল হজম করার ঘটনা মলিনার কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। শুভাশিস খেললে অনেকটা স্বস্তি, নাহলে দীপেন্দু বিশ্বাস। সেমিফাইনালে শুভাশিস উঠে যাওয়ার পর দীপেন্দু নিজের দায়িত্ব পালন করেছেন।

ভুতের ভয়ে কাঁটা Rinku Singh! ঘুমাতেই পারতেন না রাতের বিশেষ সময়ে

তরুণ বঙ্গ ডিফেন্ডারকেও তৈরি রাখছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ। সবুজ মেরুন অধিনায়ক খেলতে না পারলে ডুরান্ড ফাইনালে মাঠে নামতে পারেন দীপেন্দু। অনুশীলনে টম আল্ড্রেডের সঙ্গে দীপেন্দু বিশ্বাসকে খেলিয়ে দেখে নিয়েছে হোসে মলিনা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular