রক্ষণের দুর্বলতা ঢাকতে এই কৌশল অবলম্বন করতে পারেন মলিনা

ডুরান্ড কাপের (Durand Cup 2024) ১৩৩তম সংস্করণের ফাইনালে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। আগামী ৩১ অগস্ট ফাইনাল ম্যাচ। তার…

Mohun Bagan SG

ডুরান্ড কাপের (Durand Cup 2024) ১৩৩তম সংস্করণের ফাইনালে উঠেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। আগামী ৩১ অগস্ট ফাইনাল ম্যাচ। তার আগে চোখ থাকবে বাগান কোচ হোসে মলিনার দিকে।

শুভাশিস না খেললে দীপেন্দুই হয়তো মলিনার পছন্দ

   

মোহনবাগানের রক্ষণভাগের খেলা এখনও জমেনি। টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজদের মাঠে নামিয়েও ডিফেন্সের ফাঁকফোকর ঢাকতে পারেননি মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মলিনা। তার ওপর শুভাশিস বসুর চোট। ফাইনাল ম্যাচে আপাতত তিনি অনিশ্চিত। এই পরিস্থিতিতে রক্ষণের দুর্বলতা ঢাকার জন্য মাঝমাঠে জোর দিতে পারেন স্প্যানিশ কোচ।

রক্ষণভাগের তুলনায় মোহনবাগান সুপার জায়ান্টের মাঝমাঠের খেলা অনেক বেশি সংঘবদ্ধ। বল পজিশন ও মিডফিল্ডার দখল যদি বাগান ফুটবলারদের পায়ে থাকে তাহলে রক্ষণভাগের ওপর চাপ অনেকটা কমতে পারে। সেক্ষেত্রে প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে হবে অনিরুদ্ধ থাপাদের। প্রতিপক্ষকে কোণঠাসা করার জন্য হাই প্রেসিং ফুটবলে জোর দিলেও দিতে পারেন হোসে মলিনা।

মোহনবাগান হাই প্রেসিং স্ট্র্যাটেজি অবলম্বন করলে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে থাপা, আপুইয়া, সাহাল আব্দুল সামাদদের। উইং প্লের জন্য থাকছেন লিস্টন কোলাসো ও মনভির সিং।

Mohun Bagan SG: রক্ত মুছে নেমেছিলেন মাঠে! দীপেন্দু কি পারবেন ভারতীয় ডিফেন্ডারের অভাব পূরণ করতে?

অন্য দিকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারুণ্যে ভরসা রেখেছে। গতির সাহায্যে প্রতিপক্ষের গোলমুখ খোলার কাজে দক্ষতা দেখিয়েছে হুয়ান পেদ্রো বেনালির দল। ডুরান্ড কাপের ফাইনালে দলকে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর পার্থিব গগৈ, থৈ সিং, জিথিন এমএস। এই তিন ফুটবলারের দিকেও নজর থাকবে। গত মরশুমে বিশ্বমানের একাধিক গোল করে নজর কেড়েছিলেন পার্থিব। মোহনবাগানের বিরুদ্ধেও জ্বলে উঠতে চাইবেন তিনি।