বৃহস্পতিবার সকালে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) সোশ্যাল মিডিয়া পোস্ট। তাতেই শুরু হয়েছে জল্পনা। ক্লাব ফলোয়াররা আশা করেছেন বড় কোনও ঘোষণা করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।
Transfer News: নজরে রাখার পর অবশেষে ‘ক্যাপ্টন’কে দলে নিল ISL ক্লাব
সোশ্যাল মিডিয়ায় এখন বেশ সক্রিয় মোহনবাগান সুপার জায়ান্টের সোশ্যাল মিডিয়া পেজ। গত মরসুমেও বাগান সমর্থকদের অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে না আশানুরূপ আপডেট। এবার এই অভিযোগ হয়তো অনেকটাই দূর হবে। কোচ নিয়োগ থেকে নতুন ফুটবলারের সই সংবাদ, সব ক্ষেত্রেই এখন বেশ সক্রিয় মোহনবাগান সুপার জায়ান্টের সোশ্যাল মিডিয়া প্রোফাইল। কমেন্ট বক্সে ফলোয়ারদের সঙ্গেও হচ্ছে কেমন্ট চালাচালি।
দল বদলের বাজার সংক্রান্ত আপডেটের পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্টের অ্যাডমিনকে নিয়েও শুরু হয়েছে আলোচনা। সবুজ মেরুন তাঁবুতে আপুইয়ার ভিডিও ভারতীয় ফুটবল প্রেমীদের নজর কেড়েছিল। বাগানের সম্প্রতিতম পোস্টেও লেখা রয়েছে অ্যাডমিনের কথা।
We are in this together👍#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/60laVecEVF
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 27, 2024
কী বলা হয়েছে মোহনবাগানের লেটেস্ট সোশ্যাল মিডিয়া পোস্টে?
Transfer News: আই লিগ জয়ী শট-স্টপারের চুক্তি বাড়িয়ে নিল ক্লাব
বাগানের পক্ষ থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দু’টি সাদা বক্স দেখানো হয়েছে। একটি বক্সে লেখা রয়েছে, “নতুন ঘোষণা করার জন্য তৈরি হচ্ছে অ্যাডমিন।” অন্য একটি পোস্টে লেখা রয়েছে, “সমর্থকরা তৈরি হচ্ছেন নিজেদের ক্রাশকে প্রপোজ করার জন্য।” এই পোস্টের পরেই জল্পনা শুরু হয়েছে, দ্রুত বড় কোনও ঘোষণা করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।
Small interaction between @mohunbagansg admin and Mohun Bagan fans 😂❤ pic.twitter.com/pQHi5BwfQH
— Mohun Bagan Hub (@MohunBaganHub) June 25, 2024