ডার্বির (Kolkata Derby) আগে বড় জয়। কলকাতা লিগে (CFL 2025) বুধবার কালীঘাট মিলন সংঘের (Kalighat Milan Sangha) বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল মোহনবাগান (Mohun Bagan)। পাসাং দর্জি তামাং ও করণ রাইয়ের গোলে তিন পয়েন্ট ঘরে তুলল ডেগি কার্ডোজোর দল। আর এই জয় শুধুই তিন পয়েন্ট নয়, আসন্ন ডার্বির আগে আত্মবিশ্বাসে ভরিয়ে দিল সবুজ-মেরুন শিবিরকে।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে নামে মোহনবাগান। খেলার চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। ডান প্রান্ত থেকে সন্দীপ মালিকের ভাসানো ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান পাসাং দর্জি তামাং। প্রথম মিনিট থেকেই কালীঘাটের ডিফেন্সকে চাপে ফেলতে শুরু করে মেরিনার্সরা।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান। ১৮ মিনিটে কালীঘাটের সুরজিৎ হালদার এক দুর্দান্ত দূরপাল্লার শটে স্কোরলাইন ১-১ করে দেন। গোলটি ছিল সত্যিই চোখজুড়ানো, যা মুহূর্তেই পাল্টে দেয় খেলার মেজাজ। এরপর থেকেই ম্যাচে ফিরে আসে কালীঘাট। ২৪ মিনিটে দেবা দত্তের শট লক্ষ্যভ্রষ্ট হলেও, প্রথমার্ধে বারবার মোহনবাগান রক্ষণের পরীক্ষা নিতে থাকে কালীঘাট।
এই সময়ে নজর কাড়েন নাসিরুদ্দিন মোল্লা। ৩৪ মিনিটে তাঁর একটি ড্রিবলিংয়ের ঝলক গোল হয়ে উঠতে পারত। অন্যদিকে ৪০ মিনিটে মোহনবাগানের হয়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন গোগোচা। সালাউদ্দিনের বদলে নামা গোগোচা, মিংমা শেরপার দুর্দান্ত পাস পেয়েও গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধ শেষ হয় ১-১ অবস্থায়। দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও, তা কাজে লাগাতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে আবারও আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। ৫১ মিনিটে পাসাং হেড করতে ব্যর্থ হন, ৫৫ মিনিটে সুযোগ হাতছাড়া করেন টংসিন। কিন্তু অবশেষে ৬৪ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। করণ রাই বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া শটে গোল করে দেন দলকে। যদিও কালীঘাট গোলরক্ষকের ভুলের দিকেও আঙুল তোলা যায়। বলের গতিপথ ধরতে তিনি পুরোপুরি ব্যর্থ হন।
গোলের পরও থেমে থাকেনি মোহনবাগান। বারবার কালীঘাট বক্সে ঢুকে সুযোগ তৈরি করে তারা। কিন্তু আরও গোলের দেখা মেলেনি। অন্যদিকে কালীঘাট গোল শোধে তেমন মরিয়া হয়ে ওঠেনি। শেষদিকে কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি তারা। ফলে ম্যাচ শেষ হয় ২-১ ফলাফলে। এদিনের জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল রয়েছে ৫ পয়েন্টে, যদিও তারা এক ম্যাচ কম খেলেছে। মঙ্গলবার পাঠচক্রের বিরুদ্ধে ০-১ গোলে হারের পর চাপে রয়েছে বিনো জর্জের দল।
Dominating once again 💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/fPyvl7XsQx
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 16, 2025
শনিবার কল্যাণী স্টেডিয়ামেই আয়োজিত হতে চলেছে বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। একদিকে যেখানে আত্মবিশ্বাসে ফুটছে সবুজ-মেরুন শিবির, অন্যদিকে চোট আঘাতে জর্জরিত ও আত্মবিশ্বাসে টালমাটাল লাল-হলুদ ব্রিগেড। তবে হিসেব-নিকেশ নয়, এই ম্যাচ বরাবরই আবেগ আর আত্মসম্মানের। নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তার পক্ষেই হাসবে শেষ সাফল্য। ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে, আর তার আগেই কালীঘাটের বিরুদ্ধে জয় যেন মোহনবাগানের জন্য বড় আশার আলো।
কল্যাণীর মাঠে শনিবারের ‘বড় ম্যাচ’ অপেক্ষায়। প্রশ্ন একটাই মোহনবাগান কি নিজের জয়ের ধারাকে টেনে নিয়ে যাবে? নাকি ঘুরে দাঁড়িয়ে চমকে দেবে ইস্টবেঙ্গল? উত্তরের জন্য আর ক’টা দিন অপেক্ষা।
Mohun Bagan SG Big Win against Kalighat Milan Sangha ahead of Kolkata Derby in CFL 2025