Durand Cup জয়ের পর সাময়িক বিরতির। নিজের মতো করে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন মোহনবাগান (Mohun Bagan SG) ফুটবলাররা। কেউ কেউ যোগ দিয়েছিলেন জাতীয় দলের শিবিরে। ক্লাবের অনুশীলন ফের শুরু হলেও সবাইকে দেখা যায়নি মাঠে।
ফের শুরু হয়েছে মোহন বাগান সুপার জায়ান্টের অনুশীলন। ক্লাবের জুনিয়র এবং সিনিয়রদের অনেকে যোগ দিয়েছেন জাতীয় দলের শিবিরে। বিদেশি ফুটবলাররাও সবাই এখনও প্র্যাকটিসে নামেননি। জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন আর্মান্ডো সাদিকু। ছুটি কাটাচ্ছেন হুগো বুমোস এবং জেসন কামিন্স। দুজনে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন। বিদেশি ফুটবলারদের মধ্যে আপাতত সবুজ মেরুন অনুশীলনে যোগ দিয়েছেন তিনজন – হেক্টর ইয়ুসতে, ব্র্যান্ডন হামিল ও Durand Cup-এর ফাইনাল ম্যাচ জয়ের নায়ক দিমিত্রি পেত্রতস।
Durand Cup- কে প্রাক মরসুম প্রস্তুতি হিসেবে দেখেছিলেন অনেকে। মোহন বাগান সুপার জায়ান্টের কোচ হুয়ান ফেরান্ডো নিজেও জানিয়েছিলেন, ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে ফুটবলারদের দেখে নিতে চেয়েছিলেন তিনি। খেলোয়াড়দের মধ্যে তালমেল ঠিক করা ছিল অন্যতম উদ্দেশ্য। খেতাব জয় করার মাধ্যমে আপাতত লেটার নম্বর পেয়েছে সবুজ মেরুন ব্রিগেড। দূর্গা পুজোর মাস থেকে শুরু হবে ইন্ডিয়ান সুপার লীগ। সেই সঙ্গে থাকবে AFC প্রতিযোগিতার ম্যাচ। কলকাতা ফুটবল লীগের কথাও ভুললে চলবে না।
Get an up-close and inside view as the Mariners begin preparations for the season ahead with challenges in AFC Cup and ISL 10 forthcoming!
Head over to our YouTube channel for the full video!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/9vtjRzkAU2
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 8, 2023
কলকাতা ফুটবল লীগের ম্যাচে সুপার সিক্স এখনও নিশ্চিত করেনি মোহন বাগান সুপার জায়ান্ট। একটি ম্যাচে হেরে কিছুটা চাপে পড়েছিল বাগান। তবে যাওয়ার সুযোগ এখনও রয়েছে। দলের জুনিয়র ফুটবলারদের কেউ কেউ জাতীয় শিবিরে ডাক পেয়েছেন। তাই প্রথম দলের কয়েকজন ভারতীয় ফুটবলারকে হয়তো নামানো হবে কলকাতা ফুটবল লীগের ম্যাচে। হাতে এখনও কিছু ম্যাচ রয়েছে। পরপর জিততে পারলে কলকাতা ফুটবল লীগের পরের পর্বে যেতে পারবে পালতোলা নৌকা। তার আগে সবুজ মেরুন অনুশীলন ভাঙা হাটের ছবি।