প্লে-অফের আগে নিজেকে প্রস্তুত করছেন আশীষ রাই

জয়ের ধারা বজায় রেখেই এবার আইএসএলের লিগ শিল্ড জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রথমদিকে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও সময়ের…

Mohunbagan SG defender Asish Rai

জয়ের ধারা বজায় রেখেই এবার আইএসএলের লিগ শিল্ড জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রথমদিকে দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে মেরিনার্সরা। যারফলে অনায়াসেই প্রতিপক্ষ দলগুলিকে পিছনে ফেলে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে আসে সবুজ-মেরুন শিবির। মাঝে বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি। গত ডিসেম্বরে দল যেখানে শেষ করেছিল সেখান থেকেই নতুন বছর শুরু করেছিল ময়দানের এই প্রধান।

Fans eager to support Mohun Bagan SG in the upcoming ISL playoffs can enhance their matchday excitement with https://melbetpk.pk/, a trusted platform for football betting.

   

স্বাভাবিকভাবেই গত মরসুমের মতো এবার ও অনেক আগেই শিল্ড জয়ের দাবিদার হিসেবে উঠে আসে মোহনবাগান। তারপর গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা অর্জন করে শুভাশিস বসুদের ফুটবল ক্লাব। এক কথায় যা ইতিহাস। কিন্তু তখন ও বাকি ছিল কয়েকটি ম্যাচ। হিসাব অনুযায়ী দেখলে সেগুলি নিয়মরক্ষার ম্যাচ হলেও একেবারেই হালকা ভাবে নেননি বাগান কোচ। বলতে গেলে বাকি ম্যাচগুলিতে জয়ের ধারা বজায় রেখেই খেতাব জয়ের সেলিব্রেশনে মাতেন ফুটবলাররা।

Also Read | বাজল ভোটের বাদ্যি! নির্বাচনের গনগণে আঁচ সবুজ-মেরুন তাঁবুতে 

কিন্তু সেখানেই শেষ নয় এবার পাশাপাশি আইএসএল ট্রফি জিতেই অভিনব রেকর্ড গড়ার লক্ষ্য রয়েছে জোসে মোলিনার ছেলেদের। কিন্তু এক্ষেত্রে দলের ফুটবলারদের চোট সমস্যা ব্যাপক চিন্তায় রেখেছে সকলকে। ‌ বলাবাহুল্য সপ্তাহ কয়েক আগেই চোটের কবলে পড়তে হয়েছিল দলের তারকা ডিফেন্ডার আশীষ রাইকে। যারফলে এবারের উইন্ডোতে জাতীয় শিবিরে ডাক পেলেও যাওয়া সম্ভব হয়নি এই ভারতীয় ডিফেন্ডারের। পরবর্তীতে বিকল্প হিসেবে ‌অভিষেক সিংকে বেছে নেন মানোলো মার্কুয়েজ।

তবে জাতীয় দলের জার্সিতে খেলা সম্ভব না হলেও আইএসএলের প্লে-অফের জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন তিনি। সবুজ-মেরুন জার্সিতে এবার নিজের সেরাটা দিয়ে আইএসএল ট্রফি জয় করাই এখন প্রধান লক্ষ্য এই ফুটবলারের।