কলকাতা লিগে ভাগ্য নির্ধারণের দিন, মাঠে মোহনবাগান ও ডায়মন্ড হারবার

শনিবার কলকাতা লিগের (CFL 2025) দুই ভিন্ন মিশনে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ন্ট (Mohun Bagan SG) ও ডায়মন্ডহারবার এফসি (Diamond Harbour)। একদিকে যেখানে গ্রুপ পর্যায়ের…

Mohun Bagan SG and Diamond Harbour will play in CFL 2025 on 30 August

শনিবার কলকাতা লিগের (CFL 2025) দুই ভিন্ন মিশনে মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ন্ট (Mohun Bagan SG) ও ডায়মন্ডহারবার এফসি (Diamond Harbour)। একদিকে যেখানে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মাঠে নামছে মোহনবাগান। অন্যদিকে সুপার সিক্সকে নজরে রেখে রেনবোর বিরুদ্ধে জয়ের লক্ষ্যে লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার।

নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রের মুখোমুখি হবে ডেগি কার্ডোজোর বাগান ব্রিগেড। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে সবুজ-মেরুন শিবির। শেষ ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে ০-১ গোলে হার তাদের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কার্যত শেষ করে দিয়েছে। খাতায়-কলমে সুযোগ থাকলেও তা প্রায় অসম্ভব বলেই মনে করছে ক্লাবকর্তারা। ফলে এই ম্যাচকে কার্যত নিয়মরক্ষার ম্যাচ হিসেবেই দেখছে ফুটবল মহল। যদিও মেসার্স ম্যাচ নিয়ে বাগানের ভাগ্য ঝুলে রয়েছে আইএফএ কাছে।

   

তবু জয় দিয়ে লিগের অভিযান শেষ করতে মরিয়া মোহনবাগান শিবির। বিশেষ করে পরপর হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর তাগিদ রয়েছে দলের ওপর। গত ম্যাচে অধিনায়ক সন্দীপ মালিক চোটের কারণে মাঠে নামতে পারেননি। তাঁর অনুপস্থিতি যথেষ্ট ভুগিয়েছে ডেগির দলকে। তাই শনিবারের ম্যাচে তাঁকে ফেরাতে মরিয়া কোচ। তবে সন্দীপের চূড়ান্ত ম্যাচ ফিটনেস যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এদিকে মূল দল থেকে কোনো ফুটবলার পাচ্ছেন না কোচ ডেগি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র জন্য সুহেল, দীপেন্দুকে কলকাতা লিগে ছাড়তে চাইছেন না সিনিয়র দলের কোচ মোলিনা। ফলে ডেভেলপমেন্ট লিগের ফুটবলারদের নিয়েই পাঠচক্রের বিরুদ্ধে নামতে হবে মোহন বাগানকে।

অনবদ্য গুরপ্রীত! তাজাকিস্তানকে হারিয়ে নেশনস কাপ শুরু করল ভারত

Advertisements

অন্যদিকে কল্যাণী স্টেডিয়ামে ডায়মন্ডহারবারের প্রতিপক্ষ রেনবো এফসি। সুপার সিক্সে ওঠার দৌড়ে এখনও টিকে রয়েছে ডুরান্ড কাপের রানার্স অপরা। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। তবে শেষ ম্যাচে ভবানীপুরের কাছে হারের ধাক্কা কিছুটা পিছিয়ে দিয়েছে তাদের।

এই অবস্থায় বাকি থাকা তিনটি ম্যাচ কার্যত ‘মাস্ট উইন’ হয়ে উঠেছে ডায়মন্ডহারবারের কাছে। দল যতটা সম্ভব শক্তিশালী করে মাঠে নামাতে মরিয়া কোচিং স্টাফ। তাই শনিবারের ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা প্রবল।

সবমিলিয়ে শনিবারের ডাবল হেডারে কলকাতা লিগে দুই ভিন্ন কাহিনি রচনা করতে পারে মোহনবাগান ও ডায়মন্ডহারবার। একদিকে সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে সুপার সিক্সে টিকে থাকার কঠিন সমীকরণ। তাই উভয় ম্যাচেই উত্তেজনার পারদ থাকবে চরমে।

Mohun Bagan SG and Diamond Harbour will play in CFL 2025 on 30 August