সেই প্রতীক্ষিত মুহূর্ত আর কেবল কয়েক ঘণ্টার দূরত্বে। আজ, যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’তে (AFC Champions League Two) অভিযান শুরু করছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিপক্ষ, তুর্কমেনিস্তানের ক্লাব আহাল এফকে (Ahal FK)। ঘরের মাঠে মরসুমের প্রথম আন্তর্জাতিক মঞ্চে (ACL 2) নামার আগে আত্মবিশ্বাসে টইটম্বুর মেরিনার্স শিবির। কোচ হোসে মোলিনা ও তাঁর দল জানেন, এদিনের ম্যাচে জয় শুধু তিন পয়েন্টই নয়, ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা।
Mohun Bagan vs Ahal FC: বাগানের জন্য শুভকামনা, এক্স হ্যান্ডেলে পোস্ট এফসি গোয়ার সিইও
গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই মোহনবাগানকে নিয়ে আশার পারদ চড়েছে অনেকটাই। বিশেষ করে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু’র মতো প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার চাপ এবং গর্ব, দুটোই একসঙ্গে বহন করতে হচ্ছে সবুজ-মেরুন শিবিরকে। দলের স্প্যানিশ কোচ মোলিনা ম্যাচের আগের সাংবাদিক বৈঠকে স্পষ্টই জানিয়ে দেন, ‘‘এবার এশিয়ান ফুটবলেও কিছু করে দেখাতে চাই। দল ভালো অবস্থায় রয়েছে। পরিকল্পনা মতো খেলতে পারলে জয় পাওয়া সম্ভব।’’
প্রথম ম্যাচেই আহাল এফকে’র বিরুদ্ধে নামছে বাগান। তুর্কমেনিস্তানের এই ক্লাবটি তুলনামূলকভাবে কম পরিচিত হলেও, তাদের টিম গেম এবং পরিকল্পিত রক্ষণ নজর কেড়েছে অনেকের। তবে দলে কোনও বিদেশি ফুটবলার নেই। এটাই মোহন বাগানের জন্য কিছুটা স্বস্তির কারণ। আহাল কোচ এজিজ অবশ্য হুঁশিয়ার করে দিয়েছেন, ‘‘মোহনবাগান শক্তিশালী ঠিকই, তবে আমরা তিন পয়েন্ট নিতে এসেছি।’’
সবুজ-মেরুন শিবিরে বড় ধাক্কা মনবীর সিংয়ের অনুপস্থিতি। আক্রমণের অন্যতম ভরসা এই ভারতীয় ফরোয়ার্ড না থাকায় প্রথম একাদশ গঠনে কিছুটা চ্যালেঞ্জের মুখে মোলিনা। তবে বিকল্প হিসেবে রয়েছেন জেসন কামিংস, রবসন ও ম্যাকলারেনের মতো তারকা বিদেশিরা। বিশেষ করে কামিংস ও রবসনকে ঘিরেই আক্রমণভাগ সাজানোর ইঙ্গিত মিলেছে।
Asia Cup 2025 : হ্যান্ডশেক বিতর্কে বিসিসিআইয়ের কড়া জবাব, ICC মানল না পিসিবির অভিযোগ
রবসন কিছুটা দেরিতে অনুশীলনে যোগ দিলেও তাঁর টাচ ও স্কিল ইতিমধ্যেই কোচিং স্টাফের নজর কেড়েছে। কোচ মোলিনা পরিস্থিতি বুঝে ছক বদলে খেলার পক্ষপাতী। ছয় বিদেশিকে প্রথম একাদশে রাখার সম্ভাবনা ক্ষীণ, বরং মাঝমাঠেই গেমের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তিনি আপুইয়া, অনিরুদ্ধ থাপা, সাহাল ও লিস্টনের হাতে। থাপা জানিয়েছেন, ‘‘জাতীয় দলে সাফল্য পেয়েছি। এবার ক্লাব ফুটবলেও নিজেদের উজাড় করে দিতে হবে।’’
ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের হতাশা ভুলে এখন আন্তর্জাতিক মঞ্চে ভালো পারফরম্যান্স দেওয়াই একমাত্র লক্ষ্য কামিংসদের। সল্টলেকের সবুজ গালিচায় শেষ প্রস্তুতিতেও ছিল সেই মনোযোগ। পেত্রাতোসও আগের চেয়ে ঝরঝরে, যদিও প্রথম একাদশে তাঁকে দেখা যাবে কি না, তা নির্ভর করছে ম্যাচের পরিস্থিতির উপর। উল্লেখ্য, গতবার ACL 2’তে একটি মাত্র ম্যাচ খেলেছিল মোহনবাগান।
Asia Cup 2025 : পাকিস্তানের সঙ্গে হাত মেলাতে অস্বীকার, শাস্তির মুখে কি পড়বে ভারত?
প্রাক্তন ভারত অধিনায়ক ভাইচুং ভুটিয়া এই ম্যাচ নিয়ে বলেন, “মোহনবাগানের কাছে আমাদের অনেক আশা। ওরা আইএসএলে ধারাবাহিকভাবে ভালো খেলছে। আশা করছি এবার এসিএল টুতেও ওরা ভারতীয় ক্লাব ফুটবলের মুখ উজ্জ্বল করবে।”
One team. One legacy. Chasing the #ACLTwo dream. 💚♥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/kLDYyjg6RW
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) September 16, 2025