Mohun Bagan: এই বিদেশি ডিফেন্ডারের দিকে নজর সবুজ-মেরুনের

কয়েকদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে মোহনবাগান (Mohun Bagan) দলকে হারিয়ে আবারও ট্রফি ঘরে তুলেছে মুম্বাই সিটি এফসি। শিল্ডের ফাইনালে তাদের পরাজিত হতে…

Brian Kaltak

কয়েকদিন আগেই শেষ হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে মোহনবাগান (Mohun Bagan) দলকে হারিয়ে আবারও ট্রফি ঘরে তুলেছে মুম্বাই সিটি এফসি। শিল্ডের ফাইনালে তাদের পরাজিত হতে হলেও মধুর প্রতিশোধ নেওয়া হয়েছে আইএসএল ট্রফির ফাইনালে। তবে ঘরের মাঠে ট্রফি না এলেও আইএসএলের শিল্ড জেতার সুবাদে আগামী সিজনে এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলবে সবুজ-মেরুন ব্রিগেড।

বলতে গেলে প্রথমবার আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশ নেবে বাগান শিবির। যা নিঃসন্দেহে ইতিহাস। তার জন্য এবার প্রস্তুতি শুরু করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। তারপর থেকেই উঠে আসতে শুরু করেছে একাধিক দাপুটে ফুটবলারের নাম।

   

তবে আগামী মরশুমে বেশ কিছু বদল আসতে পারে মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দলে। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে পারেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। এই ফুটবলারের বদলে দলে আসতে পারেন জ্যামি ম্যাকলারেন। সময়ের সাথে সাথে তার ভারতে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এই সিজনে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির হয়ে খেলেছেন এই অজি ফরোয়ার্ড। একাধিক গোল রয়েছে তার ঝুলিতে।

সেজন্য সমস্ত কিছু দেখেই তাকে দলে আনতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্টস। কথাবার্তা এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক থাকলে বিরাট অঙ্কের চুক্তিতে ভারতে আসতে পারেন এই দাপুটে ফুটবলার। তিনি একানন। দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে আরও এক দাপুটে ফুটবলারের দিকে নজর রয়েছে মেরিনার্সদের।

তিনি ব্রায়ান কাল্টাক। এই সিজনে অস্ট্রেলিয়ার সেন্ট্রালকোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন ভানুয়াতুর এই ফুটবলার‌। জিতেছেন এএফসির মত টুর্নামেন্ট। নতুন মরশুমে তাকে নেওয়ার ক্ষেত্রে যথেষ্ট উৎসাহী সবুজ-মেরুন ব্রিগেড। যদিও এখনও পর্যন্ত চুক্তি সংক্রান্ত বিষয়ে কোনো কিছুই শোনা যায়নি। তবে আগেও একবার ভারতে খেলতে আসার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলেন এই দাপটে ফুটবলার। তাই সব ঠিকঠাক থাকলে সবুজ-মেরুন জার্সি পড়া নিশ্চিত এই ডিফেন্ডারের।