জাতীয় দলের এই তরুণ গোলরক্ষককে নিতে চলেছে সবুজ-মেরুন

নয়া মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান সুপার জায়ান্টের। গতবছর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ ঘরে তুলেছিল এই প্রধান। কিন্তু এবার বজায়…

Goalkeeper Priyansh Dubey

নয়া মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি মোহনবাগান সুপার জায়ান্টের। গতবছর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ ঘরে তুলেছিল এই প্রধান। কিন্তু এবার বজায় থাকেনি সেই ধারা। ফাইনালে পরাজিত হতে হয়েছে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম থেকে দুরন্ত পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। প্রথম ম্যাচেই ঘরের মাঠে আটকে যেতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে।

তারপর দ্বিতীয় ম্যাচে জয় আসলেও পরবর্তীতে ফের পরাজিত হতে হয়েছিল বেঙ্গালুরুর কাছে। যারফলে পয়েন্ট টেবিলের অনেকটাই নিচে চলে আসতে হয়েছিল সবুজ-মেরুনকে। তবে গত ম্যাচে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিংকে পরাজিত করে জয়ের সরণিতে ফিরেছে দল। তবে টুর্নামেন্টের প্রথমদিকে একাধিক ম্যাচ পরাজিত হওয়ার ফলে কিছুটা হলেও হতাশ সকলে। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক তরুণ ফুটবলারদের দিকে নজর রয়েছে ম্যানেজমেন্টের।

   

সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে প্রিয়াংশ দুবের নাম। গত কয়েক সিজনে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পসের হয়ে একাধিক ম্যাচ খেলেছেন বছর আঠারোর এই গোলরক্ষক। পাশাপাশি অনূর্ধ্ব কুড়ি জাতীয় দলের হয়ে ও যথেষ্ট সক্রিয় থেকেছেন কর্নাটকের এই তরুণ ফুটবলার। মনে করা হচ্ছে আগামী তিনটি মরসুমের জন্য তাঁকেই প্রায় নিশ্চিত করে ফেলেছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

সেক্ষেত্রে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে মোহনবাগান। সিনিয়র দলে বিশাল কাইথ এবং ধিরজ সিংয়ের পর এই তরুণ প্রতিভার উপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলবে রিজার্ভ দলের পারফরম্যান্সে।