নজর এএফসি! সাত বিদেশি সই করানোর পথে সবুজ-মেরুন

শেষ কিছু সিজনের মত এবার ও অনবদ্য ছন্দে ধরা দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও সেই হতাশা ভুলে ঘুরে…

Mohun Bagan to Face Kerala Blasters in Super Cup Quarterfinal

শেষ কিছু সিজনের মত এবার ও অনবদ্য ছন্দে ধরা দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও সেই হতাশা ভুলে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের। পরবর্তীতে অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে আইএসএল শুরু করলেও ধীরে ধীরে ছন্দে ফেরে দল। সময় যত এগিয়েছে ততই নিজেদের পুরনো ছন্দে ধরা দিয়েছিল মেরিনার্সরা। একের পর এক ম্যাচে খুব সহজেই এসেছিল জয়। যারফলে একটা সময় পয়েন্ট টেবিলের কিছুটা নিচে থাকতে হলেও সেখান থেকে উপরে উঠে আসতে খুব একটা সমস্যা হয়নি। এমনকি অন্যান্য বছর গুলির মতো এবারও হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে ও নাস্তানাবুদ করতে সক্ষম থেকেছিল বাগান ব্রিগেড।

মাঝে কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও সেখান থেকে ও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। যারফলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি কয়েক ম্যাচ বাকি থাকতেই ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড নিশ্চিত করে ফেলে জোসে মোলিনার ছেলেরা। তারপর গত ফেব্রুয়ারির শেষের দিকেই শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করে শিল্ড নিশ্চিত করার পর বাকি দুইটি নিয়মরক্ষার ম্যাচে ও অপরাজিত থাকতে মরিয়া ছিল মোহনবাগান। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। কিন্তু সেখানেই থামেনি ময়দানের এই প্রধান। ইন্ডিয়ান সুপার লিগের কাপ ফাইনালে অনবদ্য লড়াই করে তাঁরা পরাজিত করেছিল বেঙ্গালুরু এফসিকে।

   

এবারের কলিঙ্গ সুপার কাপে সেই ধারা বজায় রাখার পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। সিনিয়র ফুটবলারদের পাশাপাশি জুনিয়র ফুটবলারদের সংমিশ্রণে দল গঠন করে হাড্ডাহাড্ডি লড়াই করলেও এবার আটকে যেতে হয়েছে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার কাছে। নাহলে টানা তিনটি ট্রফি জয় করেই সিজন শেষ করতে পারত মোহনবাগান। কিন্তু তবুও দলের সকল ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে বাগান ম্যানেজমেন্ট। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর পরবর্তী ফুটবল মরসুমে বেশ কিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। বিশেষ করে দলের আপফ্রন্টের শক্তি বাড়াতে নাকি এক হাইপ্রোফাইল ফুটবলারের দিকে নজর রয়েছে ভারতের এই ফুটবল ক্লাবের।

বিগত কয়েক সপ্তাহ ধরেই একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের নাম উঠে আসতে শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে। প্রত্যেক সিজনের শুরুতেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলে টেনে সকলকে চমকে দিয়ে থাকে ময়দানের এই প্রধান। আগামী সিজনে ও যে দেখা যেতে চলেছে এই একই ট্রেন্ড, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে মনে করা হচ্ছে, নয়া সিজনের এএফসি টুর্নামেন্টের কথা মাথায় রেখে মোট সাতজন বিদেশি তারকাকে দলে চূড়ান্ত করতে করতে পারে বাগান শিবির। আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।