Durand Cup: বেঙ্গালুরু এফসির বিপক্ষে সেমিফাইনাল খেলবে মোহনবাগান

শুক্রবার বিকেলে পাঞ্জাব এফসিকে পরাজিত করে ডুরান্ড ( Durand Cup) সেমিফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একটা সময় পিছিয়ে থাকলেও পরবর্তীতে দুরন্ত কামব্যাক করে…

Mohun Bagan Set to Face Bengaluru FC in Durand Cup Semi-Final Showdown

শুক্রবার বিকেলে পাঞ্জাব এফসিকে পরাজিত করে ডুরান্ড ( Durand Cup) সেমিফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একটা সময় পিছিয়ে থাকলেও পরবর্তীতে দুরন্ত কামব্যাক করে জোসে মোলিনার ছেলেরা। শেষ পর্যন্ত সাডেন ডেথে পাঞ্জাব বধ। যারফলে আগামী ২৭ আগস্ট ডুরান্ড কাপের সেমি নিশ্চিত করেছে বাগান ব্রিগেড। কিন্তু কাদের সাথে খেলতে হবে ময়দানের এই প্রধানকে? সেজন্য চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিকে নজর ছিল সকলের।

যেখানে মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নেমেছিল শক্তিশালী বেঙ্গালুরু এফসি। প্রথম থেকেই জমজমাট হয়ে উঠেছিল এই ফুটবল ম্যাচ। কিন্তু শেষ লগ্নে জর্জ পেরেইরা দিয়াজের করা একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু এফসি।‌ সেই সুবাদে আগামী মঙ্গলবার সন্ধ্যায় সেমিফাইনাল খেলতে নামবে জেরার্ড জারাগোজার ছেলেরা।

   

যেটি আয়োজিত হবে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। ঘরের মাঠে মোহনবাগান যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা বলার অপেক্ষা রাখেনা। এই পরিস্থিতিতে ফাইনালে ওঠা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে সুনীল ছেত্রীদের কাছে। দিমিত্রি, স্টুয়ার্ট ও কামিন্সের ত্রিফলাকে আটকানোই এখন অন্যতম চ্যালেঞ্জ বেঙ্গালুরুর কাছে। এক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে হতে পারে রাহুল ভেকে থেকে শুরু করে চিংলেসানা সিংয়ের মতো ফুটবলারদের।

এছাড়াও গোল তুলে নেওয়ার ক্ষেত্রে জর্জ পেরেইরা দিয়াজ সহ সুনীল ছেত্রী ও শিবশক্তির মতো ফুটবলারদের দিকে নজর থাকবে বেঙ্গালুরু সমর্থকদের। অপরদিকে শক্তিশালী প্রতিপক্ষ দলকে আটকাতে রক্ষণভাগে বাড়তি নজর দিতে পারেন বাগান কোচ।