HomeSports Newsগোটা দল নিয়ে কবে থেকে অনুশীলন শুরু করতে পারে বাগানবাহিনী?

গোটা দল নিয়ে কবে থেকে অনুশীলন শুরু করতে পারে বাগানবাহিনী?

- Advertisement -

গত কয়েক বছর ধরেই অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। ২০২২ সালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে আইএসএল জয় করেছিল সবুজ-মেরুন। আগের মরশুমে সেই ধারা বজায় রাখার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এগিয়ে থেকেও তাদের পরাজিত হতে হয়েছিল মুম্বাই সিটি এফসির কাছে।

কিন্তু আইএসএলের লিগশিল্ড জয় করার সুবাদে এবার এএফসির টুর্নামেন্টে অংশ নেবে মেরিনার্সরা। আসন্ন এএফসির চ্যাম্পিয়নস লিগের টায়ার টু খেলার ছাড়পত্র পেয়েছে এই প্রধান। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এই সবদিক মাথায় রেখেই দলের মধ্যে একাধিক বদল আনছে মোহনবাগান।

   

ফিনল্যান্ডের তারকা ফুটবলার জনি কাউকো থেকে শুরু করে ব্র্যান্ডন হ্যামিল এবং হেক্টর ইউস্তেকে বিদায় জানিয়েছে ক্লাব। তার পরিবর্তে টম অলড্রেডকে দলে টেনেছে গতবারের শিল্ড জয়ীরা। এছাড়াও দলে আসতে পারেন অস্ট্রেলিয়ান তারকা জেমি ম্যাক্লারেন। অন্যদিকে, ভারতীয় ফুটবলারদের মধ্যে আনা হয়েছে আপুইয়াকে। যা নিঃসন্দেহে বড়সড় চমক। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে আরো বেশকিছু ফুটবলারদের নাম ঘোষণা করতে পারে ময়দানের এই প্রধান। কিন্তু কবে থেকে গোটা দল নিয়ে অনুশীলন করছে মোহনবাগান?

বিশেষ সূত্র মারফত খবর, এই মাসের মাঝামাঝি কিংবা শেষের দিকেই কোচ জোসে ফ্রান্সিকো মোলিনার নেতৃত্বে অনুশীলন শুরু করতে পারে গোটা স্কোয়াড। সেইমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। বর্তমানে জুনিয়র দলের কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে জুনিয়র ফুটবলারদের সাথে অনুশীলন করছেন বাগানের একাধিক ফুটবলাররা। তাদের সাথেই আজ যোগ দিয়েছেন আশিক কুরুনিয়ান।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular