ডার্বির রঙ সবুজ-মেরুন, পঞ্চম হার মশালবাহিনীর

ডার্বি (Kolkata Derby) জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় যুবভারতীর বুকে মরসুমের দ্বিতীয় ডার্বি খেলতে নেমেছিল মেরিনার্সরা।…

ডার্বি (Kolkata Derby) জয়ের ধারা অব্যাহত রাখল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার সন্ধ্যায় যুবভারতীর বুকে মরসুমের দ্বিতীয় ডার্বি খেলতে নেমেছিল মেরিনার্সরা। প্রতিপক্ষ হিসেবে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)।

সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল জোসে মোলিনার ছেলেরা। দলের হয়ে প্রথম গোল করেন অস্ট্রেলিয়ান গোলমেশিন জেমি ম্যাকলারেন। তারপর দ্বিতীয়ার্ধে দলের হয়ে ব্যবধান বাড়ান আরেক অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। পেনাল্টি থেকে গোল পান পেত্রাতোস। যারফলে অনায়াসেই তিন পয়েন্ট নিশ্চিত করে সবুজ-মেরুন ( মোহনবাগান) ব্রিগেড।

   

এই জয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ময়দানের এই প্রধান। তাঁদের উপরেই রয়েছে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি‌। ৫ ম্যাচ খেলে তাঁদের সংগ্রহে রয়েছে ১৩ পয়েন্ট। উল্লেখ্য, এদিন ম্যাচের শুরু থেকেই দেখা গিয়েছিল সবুজ-মেরুনের দাপট। ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই একাধিকবার কর্নার আদায় করে নিয়েছিল মনবীর সিংরা। এমনকি প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারে ভাসানো বল জালে ও জড়িয়ে দিয়েছিলেন এই ভারতীয় তারকা। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়ে যায় সেই গোল।

Advertisements

তারপর ও বজায় থেকেছে বাগান ঝড়। সময় যত এগিয়েছে ততই ভয়ানক হয়েছেন লিস্টন কোলাসো থেকে শুরু করে গ্ৰেগ স্টুয়ার্টরা। এমনকি প্রথমার্ধের মাঝামাঝি সময় ইস্টবেঙ্গল রক্ষণে ফাঁটল ধরিয়ে বল নিয়ে ঢুকে পড়েছিলেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক তথা প্রভসুখান সিং গিল অনবদ্য সেভে সেই যাত্রায় বেঁচে যায় অস্কার ব্রুজনের দল। কিন্তু সেটা বেশিক্ষণ বজায় থাকেনি। রাওকিপ-আনোয়ারদের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে প্রতি আক্রমণে উঠে আসে বাগান ব্রিগেড। হেক্টর ইউস্তে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কাজের কাজ কিছুই হয়নি।

৪১ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোল করে যান জেমি ম্যাকলারেন। প্রথমার্ধের শেষে সেই ১-০ গোলের ব্যবধানেই এগিয়ে থাকে দল। তারপর দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল আক্রমণে উঠে আসার চেষ্টা করলেও লাভের লাভ হয়নি। বরং ম্যাচের বয়স বাড়ার পাশাপাশি তথৈবচ অবস্থা থেকেছে ময়দানের এই প্রধানের। তারপর ম্যাচের একেবারে শেষ লগ্নে পেনাল্টি আদায় করে সবুজ-মেরুন (মোহনবাগান) সেখান থেকেই গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান দিমিত্রি পেত্রাতোস। শেষ পর্যন্ত এই ব্যবধানেই আসে জয়।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News