কলকাতা লিগ নিয়ে এবার লাল-হলুদকে খোঁচা বাগান সচিবের

প্রিমিয়ার ডিভিশন লিগ (Calcutta Football League) নিয়ে কিছুতেই যেন শেষ হচ্ছে না বিতর্ক। এবারের এই ফুটবল টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গল অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত…

Mohun Bagan Secretary

প্রিমিয়ার ডিভিশন লিগ (Calcutta Football League) নিয়ে কিছুতেই যেন শেষ হচ্ছে না বিতর্ক। এবারের এই ফুটবল টুর্নামেন্ট জয়ের ক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গল অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হলেও তাঁদের সঙ্গেই লড়াইয়ে ছিল ডায়মন্ড হারবার এফসি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত বছরের শেষের দিকে এই লিগ শেষ করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।‌ সুপার সিক্সের বেশ কিছু ম্যাচ বাকি থাকলেও সেগুলি আয়োজন করা নিয়ে দেখা দিয়েছিল বহু সমস্যা। যারফলে পরবর্তীতে ম্যাচ গুলি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। তারপর গত মাসের মাঝামাঝি সময় কলকাতা লিগের বাকি ম্যাচ গুলির সূচি প্রকাশ করা হয় আইএফএর তরফে।

   

সেই অনুযায়ী গত ১৩ ই ফেব্রুয়ারি দুপুরে কলকাতা ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের মুখোমুখি হওয়ার কথা ছিল ডায়মন্ড হারবার এফসির। প্রথমে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করার কথা থাকলেও পরবর্তীতে সেটি সরিয়ে নিয়ে যাওয়া হয় কিশোর ভারতী স্টেডিয়ামে। তবে এমন দিনে ডায়মন্ড হারবার মাঠে আসবে কিনা সেই নিয়ে অনেক আগে থেকেই ধোঁয়াশা তৈরি হয়েছিল বিভিন্ন মহলে।‌ পরবর্তীতে সেটাই সত্য হয়ে ওঠে। ম্যাচ শুরু সময় থেকে প্রায় চল্লিশ মিনিট প্রতিপক্ষের জন্য অপেক্ষা করার পর এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ কমিশনারেট।

সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দল তথা ইস্টবেঙ্গল ওয়াক ওভার পাওয়ার পরিস্থিতি থাকলে ও সেটা এখনো চূড়ান্ত নয়। হিসাব অনুযায়ী দেখলে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পেলে অপরাজিত থেকে অনায়াসেই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে মশাল ব্রিগেড। সেই মতো অনেকেই মনে করতে শুরু করেছেন যে এবার হয়তো মরসুমের প্রথম ট্রফি আসতে চলেছে লাল-হলুদ তাঁবুতে। যদিও সেটি এখনও স্পষ্ট নয়। এসব নিয়েই বঙ্গীয় ফুটবল ফেডারেশনের সমালোচনা করার পাশাপাশি এবার পড়শী ক্লাবকে খোঁচা দিলেন দেবাশিস দত্ত।

তিনি বলেন, “যে ক্লাব এখন আর খেলে চ্যাম্পিয়ন হতে পারে না। তাঁদের যদি টুর্নামেন্ট বা ট্রফি দরকার হলে তাহলে তো আইএফএ। তাছাড়া কারা যেন বলেছিল আমরা রেফারি কেনা বেচা করে আমরা ট্রফি জিতি। এতো দেখছি পুরো অ্যাসোসিয়েশনকে সাথে নিয়ে নিয়েছে। আমি বলছি না কেনা বেচা হয়েছে। কিন্তু যে অ্যাসোসিয়েশন ট্রফি পাচ্ছে না বলে মরণপন চেষ্টা করেছে। অর্থাৎ কখনও মিটিং করে রাতারাতি পয়েন্ট দিয়ে দিচ্ছে। আবার চাপে পড়ে সেই পয়েন্ট ফেরত দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এবারের কলকাতা লিগের নাম হওয়া উচিত ওয়াক ওভার লিগ। এমন পদ্ধতিতে মোহনবাগান যদি চ্যাম্পিয়ন হতো তাহলে আমি ডায়মন্ড হারবারের সাথে আলোচনায় বসতাম। জিগ্যেস করতাম আপনারা কবে খেলতে চান। আপনারা যেদিন খেলতে চান আমরা সেদিন খেলতাম।”