দলের নতুন সাপ্লাই লাইন খোঁজা হচ্ছে বলে জানালেন বাগান সচিব?

Debashis Dutta

বিগত কিছু ফূটবল মরশুমে কলকাতা লিগে দল নামায়নি ময়দানের দুই প্রধান। তবে এই নতুন মরশুমে মূলত ইয়ুথ ডেভলপমেন্ট লিগে খেলা ফুটবলারদের পাশাপাশি জুনিয়র ফুটবলারদের খেলানোর কথা শোনা গিয়েছিল দুই দলের কর্তাদের তরফ থেকে। সেইমতো এই টুর্নামেন্টে নিজেদের দল নামিয়েছে মোহন-ইস্ট। বর্তমানে রেনবো এফসির বিরুদ্ধে টুর্নামেন্টের একটি ম্যাচ খেলে ১ পয়েন্ট সংগ্রহ করেছে ইমামি ইস্টবেঙ্গল।

Advertisements

অন্যদিকে টানা দুইটি ম্যাচে এখনো অপরাজিত মোহনবাগান। প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে ৩-১ গোলে জয় তুলে নিয়েছিল মোহনবাগান। সেই ধারা বজায় থাকে লিগের দ্বিতীয় ম্যাচে। যেখানে টালিগঞ্জ অগ্ৰগামী কে ৫-১ গোলে পরাজিত করে সবুজ-মেরুন। যা দেখে খুশি আপামর বাগান সমর্থক।

পরবর্তীতে দলের খেলা নিয়ে মোহনবাগান সচিব দেবাশীষ দত্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রথম ম্যাচে ও জয় ছিল, এবার এই দ্বিতীয় ম্যাচে ও ১ গোলে পিছিয়ে থেকে জয় এসেছে। যা নিঃসন্দেহে দলের জন্য ভালো খবর। তবে পরবর্তীতে কিছু কিছু ম্যাচে দল সমস্যায় পড়তে পারে। তারজন্য আমাদের তৈরি থাকতে হবে।

Advertisements

এছাড়াও এই সবুজ-মেরুন কর্তা বলেন, আমরা মূলত এই দলের ফুটবলারদের নিয়ে আমরা মূলত এক্সপেরিমেন্ট চালাচ্ছি। যাতে আগামী দিনে দলের জন্য ভালো ফুটবলার খুঁজে পাওয়া সম্ভব হয়। মূলত দলের নতুন সাপ্লাই লাইন তৈরি করার পরিকল্পনাই করা হচ্ছে আমাদের তরফ থেকে। পাশাপাশি এবারের বিদেশিহীন ফুটবল লিগ আয়োজনের বিষয়ে ও যথেষ্ট প্রশংসা করেন তিনি।

বাগান সচিবের কথায় ফুটবল ফেডারেশনের এই উদ্যোগ ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে চলেছে। আমি আশাবাদী আগামী দিনে এই লিগ থেকে একাধিক ভারতীয় প্রতিভা উঠে আসবে। যারা পরবর্তীতে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।