আইএসএল সেমিফাইনালের আগে কী বললেন বাগান সচিব?

নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2025) দ্বিতীয় নক আউট ম্যাচ। শিলংয়ের বুকে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে হয়েছিল খালিদ…

Debashis Dutta's Take on IFA and Mohun Bagan Controversy

নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2025) দ্বিতীয় নক আউট ম্যাচ। শিলংয়ের বুকে শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে হয়েছিল খালিদ জামিলের জামশেদপুর এফসিকে। সম্পূর্ণ সময়ের শেষে দুইটি গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় দেশের শিল্প নগরীর এই ফুটবল দল। এক কথায় যা বিরাট বড় পাওনা সকলের কাছে। বলতে গেলে এবারের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের একমাত্র ভারতীয় কোচ হিসেবে দলকে সেমিফাইনালে নিয়ে গেলেন খালিদ জামিল। এদিন তাঁদের অ্যাওয়ে ম্যাচ থাকলে ও গোলের মুখ খুলতে খুব একটা সমস্যা হয়নি।

Also Read | নর্থইস্টকে উড়িয়ে সেমিফাইনালে জামশেদপুর 

   

তাই অনায়াসেই এসেছে জয়। হাতে মাত্র কয়েকটা দিন। তারপরেই আইএসএলের প্রথম লেগের সেমিফাইনাল খেলতে নামবে জামশেদপুর এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা টানা দুইবারের লিগ শিল্ড জয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভাল মতই জানেন জামিল। সেইমতো প্রস্তুত করতে চাইবেন নিজেদের। অন্যদিকে, একবারের শিল্ড জয়ীদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত।

Advertisements

Also Read | স্টার্ক-কুলদীপের দাপটের মাঝেও তারকা অরেঞ্জ আর্মির তরুণ অনিকেত

তিনি বলেন, “একটা কঠিন ম্যাচ হবে। জামশেদপুরে গিয়ে তাঁদের সঙ্গে খেলা খুব একটা সহজ হবে না। ব্যাপক লড়াই হবে। তবে আমাদের ফুটবল দল ও তৈরি। আশা করি ভাল ফুটবল হবে। যেভাবে মোহনবাগান আইএসএলের শিল্ড জয় করেছে সেভাবে খেলতে পারলে এখানে ও জয় আসবে।” পাশাপাশি সাংবাদিকদের তরফে ম্যাচের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে দেবাশিস দত্ত বলেন, “আমার মনে হয় আইএসএল কর্তৃপক্ষ এই দিকটা মাথায় রাখবে। আমাকে দলের সমর্থকদের জন্য পৃথক স্ট্যান্ড বরাদ্দ করা হবে।

তাছাড়া আমি আমাদের সমর্থকদের বলব আপনারা মোহনবাগানের সুলভ আচরণ করবেন। তাহলে খুব একটা সমস্যা হবে না।” অর্থাৎ এই ম্যাচ যে খুব একটা সহজ নয় সেটা ভাল মতই বুঝতে পারছেন বাগান সচিব। শেষ পর্যন্ত আদৌ কারা সাফল্য পায় সেটাই এখন দেখার।