HomeSports Newsবেঙ্গালুরুর বিপক্ষে জয় পাওয়ার পর পড়শীদের খোঁচা বাগান সচিবের

বেঙ্গালুরুর বিপক্ষে জয় পাওয়ার পর পড়শীদের খোঁচা বাগান সচিবের

- Advertisement -

দুই ম্যাচ পর আবার ছন্দে ফিরেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। নিজেদের ঘরের মাঠে তাঁরা পরাজিত করেছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে। এদিন দলের হয়ে একমাত্র গোল করে যান ভারতের জাতীয় দলের উইঙ্গার লিস্টন কোলাসো। প্রথমার্ধে দুরন্ত পারফরম্যান্স করে ও গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারোর পক্ষে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে তেজ বাড়াতে শুরু করেছিল উভয়পক্ষ। কিন্তু গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না কারুর কাছেই। তবে ম্যাচের পঞ্চম কোয়ার্টারের শেষেই চলে আসে বহু প্রতিক্ষিত গোল। বেঙ্গালুরু এফসির গোল পোস্টের বাইরে থেকে দুরপাল্লার শট নেন লিস্টন কোলাসো।

   

যার কোনও জবাব ছিল না বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর কাছে। সেখান থেকেই এগিয়ে যায় মোহনবাগান। শেষ পর্যন্ত এই একটি মাত্র গোলেই জয় সুনিশ্চিত করে ফেলে মেরিনার্সরা। দলের এমন পারফরম্যান্সে যথেষ্ট খুশি বাগান সচিব দেবাশিস দত্ত। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রেফারির বদান্যতায় কখনও এক নম্বরে থাকা যায় না। আইএসএলের এক নম্বরে রয়েছে একটা দল দিনের পর দিন সেটা শুধুমাত্র রেফারির বদান্যতায় সম্ভব নয়। যারা বলে তাঁরা ফুটবল বোঝে না।”

দেবাশিস দত্ত আরও বলেন, ” আমরা প্রত্যেক ম্যাচ জিততে চাই দুটো ম্যাচ ড্র করলে চাপে পড়ি। তবে অনেক দল আছে দশ ম্যাচ পর একটা জিতলে নিজেদেরকে অনেক বড় মনে করে। কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাচ জিততে হয়। তবে আজকের ম্যাচটা যথেষ্ট কঠিন ছিল। তাঁদের হারানোটা অনেক বড় ব্যাপার।”

উল্লেখ্য, দিন কয়েক আগেই নিজেদের ঘরের মাঠে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একটি টিফো নামিয়েছিল সমর্থকরা। পাশাপাশি মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা সহ দেবাশিস দত্তের ছবি ও দেখা গিয়েছিল সেই টিফোতে। বর্তমানে সেই নিয়ে সরগরম কলকাতা ফুটবল।

- Advertisement -
Sayan Sengupta
Sayan Senguptahttps://kolkata24x7.in
গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular