Debashis Dutta criticism: ডার্বি জিতে পড়শীদের এক হাত নিলেন বাগান সচিব

শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ (ISL 2024 Kolkata Derby) খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল…

Debashis Dutta's Take on IFA and Mohun Bagan Controversy

শনিবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বি ম্যাচ (ISL 2024 Kolkata Derby) খেলতে নেমেছিল মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। নির্ধারিত সময়ের শেষে তিন গোলের ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছে বাগান ব্রিগেড। গত ম্যাচে বেঙ্গালুরুর কাছে পরাজিত হতে হলেও সেইসব এখন অতীত। আজ ঘরের মাঠেই ছন্দে ফিরল মোহনবাগান। গোল পেয়েছেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। এক কথায় যা বাড়তি পাওনা ছিল সমর্থকদের কাছে।

এই জয়ের ফলে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে অনেকটাই উপরে আসলো মোহনবাগান। বর্তমানে ৪ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে আসলো মোহনবাগান। যারফলে ফের চ্যাম্পিয়নশিপের দৌড়ে চলে আসলো ময়দানের এই প্রধান। দলের এই পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি সবুজ-মেরুন সচিব দেবাশিস দত্ত (Debashis Dutta)। ম্যাচ শেষে দলের প্রশংসা করার পাশাপাশি পড়শীদের নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসেন তিনি।

   

বাগান সচিব বলেন, ” আমরা বেঙ্গালুরু ম্যাচ হেরেছিলাম। তাঁর আগের ম্যাচটা আমরা জিতেছিলাম। স্বাভাবিকভাবেই এই ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল। সেক্ষেত্রে মহামেডান ম্যাচ জিতেছি। এবার পরের ম্যাচের দিকে নজর রাখতে হবে। লিগ তো একটা ম্যাচের নয়। অনেক গুলো ম্যাচ খেলতে হয়। সেখানে একটা ম্যাচ জিতলে দলের আত্মবিশ্বাস বাড়ে। পরবর্তী ম্যাচ খেলতে সুবিধা হয়। তবে এক্ষেত্রে কয়েকটা ম্যাচে খারাপ পারফরম্যান্স হতেই পারে। এত বড় লিগে এটা স্বাভাবিক। তবে আমার মনে হয় অফিসিয়ালদের আরও সংযম দেখাতে হবে।”

পাশাপাশি তিনি আরও বলেন, ” আমি বলতে বাধ্য হচ্ছি কাক ময়ূরপুচ্ছ পড়লে ময়ূর হয়না। ময়ূর ময়ূরই থাকে‌। মোহনবাগান মোহনবাগান ই থাকবে। নিজেদের আইডেন্টিটি নষ্ট করা উচিত নয়। ওরা ওরাই থাকবে আমরা আমরাই থাকবো। নিজেদের আইডেন্টিটি বজায় রাখা জরুরি। তাহলেই গিয়ে ওরা পরবর্তীতে বড় হিসেবে গন্য হবে।”