Mohun Bagan: আনোয়ারের পরিবর্ত হিসেবে সম্ভাব্য কিছু নাম

আপাতত আর মাঠে দেখা যাবে না আনোয়ার আলিকে (Anwar Ali)। আনোয়ারের না থাকা ভারতের জাতীয় দলের পাশাপাশি মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের জন্য বড়…

sumit rathi

আপাতত আর মাঠে দেখা যাবে না আনোয়ার আলিকে (Anwar Ali)। আনোয়ারের না থাকা ভারতের জাতীয় দলের পাশাপাশি মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের জন্য বড় ধাক্কা। তার বদলি হিসেবে প্রথম দলে কোনো ভারতীয় সুযোগ পেতে পারেন সে ব্যাপারে চলছে জল্পনা।

Advertisements

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে AFC কাপের ম্যাচ খেলতে গিয়ে বড় চোট পেয়েছেন আনোয়ার আলি। এখনও পর্যন্ত যা গুঞ্জন তাতে এক মাসেরও বেশি হয়তো মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফুটবল মহলের একাংশের আশঙ্কা, ডিসেম্বর-জানুয়ারির আগে পুরো দমে মাঠে ফিরতে পারবেন না আনোয়ার। এই সময়কালে যেমন ভারতের বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ রয়েছে, তেমনই মোহন বাগান সুপার জায়ান্টকে খেলতে হবে ইন্ডিয়ান সুপার লীগ ও AFC কাপের ম্যাচ। প্রশ্ন উঠছে আনোয়ারের বদলে বাগানের প্রথম দলে প্রবেশ করতে পারেন কোন ভারতীয়?

Advertisements

আপাতত হুয়ান ফেরান্ডোর কাছে দুজন বিদেশি সেন্টার ব্যাক রয়েছেন- হেক্টর ইয়ুস্তে ও ব্র্যান্ডন হামিল। হেক্টর ভারতীয় ফুটবলে প্রথম ম্যাচ থেকে নিজের জাত চিনিয়েছেন। AFC কাপে বেশি সংখ্যক বিদেশি ফুটবলার প্রথম একাদশে রাখা যায়। ISL এ সেই সুবিধা কোচ পাবেন না। ফলত খুব দরকার না পড়লে একসঙ্গে দুই বিদেশি ডিফেন্ডারকে সবুজ মেরুন কোচ হয়তো মাঠে নামাবেন না। দরকার একজন ভারতীয় ডিফেন্ডার।

সবুজ মেরুন স্কোয়াডে একাধিক ভারতীয় ডিফেন্ডার রয়েছেন। সবার আগে উঠে আসতে পারে সুমিত রাঠির নাম। দীর্ঘ দিন ধরে কলকাতার ক্লাবের সঙ্গে যুক্ত। এবারের কলকাতা ফুটবল লীগে হয়েছিলেন মোহনবাগানের অধিনায়ক। এছাড়াও রাজ বাস্ফোর কিংবা দীপেন্দুর মতো জুনিয়র খেলোয়াড় রয়েছেন। ফর্মে থাকলে দীপক টাংরির ওপরেও কোচ ভরসা করতে পারেন।