পরের ম্যাচেও নেই এই বাগান মিডফিল্ডার

মোহনবাগানের (Mohun Bagan) পরবর্তী ম্যাচেও হয়ত থাকতে পারছে না সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad)। চোটের কারণে তাকে আরও কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে।…

Mohun Bagan SG and East Bengal FC Footballer in ISL

মোহনবাগানের (Mohun Bagan) পরবর্তী ম্যাচেও হয়ত থাকতে পারছে না সাহাল আবদুল সামাদ (Sahal Abdul Samad)। চোটের কারণে তাকে আরও কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে। সেই কারণেই আগামী ২৩ ফেব্রুয়ারির খেলায় মোলিনা সাহালকে দলে নাও পেতে পারেন। সল্টলেক স্টেডিয়ামে অনুস্থিত হতে চলেছে এই ম্যাচ।

যদিও তিনি অনেকদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে ছিলেন, তবে তার ফিরে আসার জন্য ক্লাব এবং সাপোর্ট স্টাফরা তাকে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য সময় দিতে চাইছে। সম্প্রতি জানা গেছে যে, এই তরুণ মিডফিল্ডার তার চোট সমস্যা মেটানোর জন্য আরও সময় নিচ্ছেন। এর ফলে তিনি ওড়িশা এফসি’র বিরুদ্ধে ম্যাচে দলের অংশ নাও হতে পারেন ।

Advertisements

বর্তমানে সবুজ-মেরুন বাহিনী লিগ টেবিলের একদম প্রথম স্থানে রয়েছে। লিগ শিল্ডের দাবীদারও তারা। এমত পরিস্থিতিতে আগামী রবিবার ঘরের মাঠে এই মিডফিল্ডারের না থাকা কিছুটা সমস্যা সৃষ্টি করতে পারে।

কোচ মোলিনা এই পরিস্থিতি কি ভাবে সামলাবেন সেটাই দেখার বিষয়।