লিস্টনের গোলে জয়ের সরণিতে ফিরল সবুজ-মেরুন

দুই ম্যাচ পর ফের ছন্দে ফিরল মোহনবাগান (Mohun Bagan Returns) সুপার জায়ান্ট। সোমবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের হোম ম্যাচ খেলতে নেমেছিল জোসে মোলিনার ছেলেরা।…

Liston Colaco

short-samachar

দুই ম্যাচ পর ফের ছন্দে ফিরল মোহনবাগান (Mohun Bagan Returns) সুপার জায়ান্ট। সোমবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের হোম ম্যাচ খেলতে নেমেছিল জোসে মোলিনার ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি‌র বিপক্ষে। সম্পূর্ণ সময়ের শেষে ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল কলকাতা ময়দানের এই প্রধান দল। এদিন সবুজ-মেরুন জার্সিতে একটি মাত্র গোল করে যান উইঙ্গার লিস্টন কোলাসো। এই জয়ের ফলে ১৮ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড জয়ের দৌড়ে আর ও এগিয়ে গেল মোহনবাগান।

   

সেই নিয়ে যথেষ্ট খুশি বাগান সমর্থকরা। তবে এদিন ঘরের মাঠে ম্যাচ থাকলেও লড়াইটা খুব একটা সহজ ছিল না গ্ৰেগ স্টুয়ার্টদের কাছে। এদিন প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল জেরার্ড জারাগোজার ছেলেরা। বলা যায় ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই ঘন ঘন আক্রমণ করতে শুরু করেছিল সুরেশ সিং থেকে শুরু করে এডগার মেন্ডেজরা। তবে কোনও রকমে পরিস্থিতি সামাল দিতে দেখা যায় বাগান ডিফেন্ডারদের। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ম্যাচের দখল নিতে শুরু করে মনবীর সিং থেকে শুরু করে দীপক টাংড়িরা। গোল পোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট ও নিয়েছিলেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন।

তবে কাজের কাজ কিছুই হয়নি। এমনকি প্রথমার্ধের শেষ মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়েছিলেন ভারতীয় তারকা সুনীল ছেত্রী। কিন্তু গোলে রাখা সম্ভব হয়নি সেই শট। অল্পের জন্য গোল পোস্টের গাঁ ঘেষে বেড়িয়ে যায় বল। যারফলে গোলশূন্য ফলাফলের মধ্যে দিয়ে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই গোল তুলে নিতে তৎপর ছিল উভয় পক্ষ। তবে সহজে হার মানাতে রাজি ছিল না কেউ। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট। তারপর ৭৪ মিনিটের মাথায় বেঙ্গালুরুর গোল বক্সের বাইরে থেকে দুরপাল্লার শট নেন লিস্টন।

সঠিক দিকে ঝাঁপিয়ে ও বল আটকাতে পারেননি বেঙ্গালুরু দলের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। শেষ পর্যন্ত এই বিশ্বমানের গোলেই কান্তিরাভার বদলা কলকাতার বুকে নিল সবুজ-মেরুন ব্রিগেড।