
দিনকয়েক আগেই ঘোষণা হয়েছে আইএসএলের দিনক্ষণ। সেই অনুযায়ী আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হবে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ। যেটা নিঃসন্দেহে খুশির খবর ফুটবলারদের পাশাপাশি দেশের ফুটবল অনুরাগীদের জন্য। সেই কথা মাথায় রেখেই এবার অনুশীলনে বাড়তি নজর দিচ্ছেন বাগানের (Mohun Bagan) নবনিযুক্ত কোচ সার্জিও লোবেরা। গতবছরের শেষের দিকে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল ম্যানেজমেন্ট। তারপর বেশ কিছুটা তাঁর তত্ত্বাবধানে অনুশীলন ও করেছিলেন দলের ফুটবলাররা।
তারপর বড়দিন ও বর্ষবরণের ছুটি কাটিয়ে নতুন বছরের তৃতীয় দিন থেকেই ফের জোরকদমে অনুশীলন শুরু করেছে সকল ফুটবলাররা। সেই সময় প্রথম ডিভিশন লিগ নিয়ে ব্যাপক অনিশ্চয়তা থাকায় অন্যান্য দল গুলি যখন কার্যক্রম বন্ধ করার পরিকল্পনা নিচ্ছিল তখন অন্য ছবি দেখা গিয়েছিল সবুজ-মেরুনে। প্রথম থেকেই জোর কদমে অনুশীলন করতে দেখা গিয়েছিল জেমি ম্যাকলারেন থেকে শুরু করে জেসন কামিন্সদের মত ফুটবলারদের। সুপার কাপের হতাশা ভুলে দল যে ঘুরে দাঁড়াতে মুখিয়ে সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল সকলের কাছেই।
ফিজিক্যাল ট্রেনিং থেকে শুরু করে ওয়েট লিফ্টিং হোক কিংবা সিচুয়েশন প্রাকটিস প্রত্যেক ক্ষেত্রেই নজর দিতে দেখা গিয়েছিল বাগান কোচকে। এবার সামনে এসেছে নয়া তথ্য। জানা গিয়েছে, নতুন বছরে বেশ কয়েকদিন অনুশীলন করার পর এবার রিজার্ভ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে নামতে চলেছে শুভাশিস ব্রিগেড। সেই অনুযায়ী আগামী ১১ই জানুয়ারি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে এবার নিজেদের শক্তি পরীক্ষা করতে নামছেন জেসন কামিন্সরা। যতদূর খবর, সেদিন বিকেল চারটে বেজে তিরিশ মিনিট থেকে আয়োজিত হতে পারে এই ফুটবল ম্যাচ।
আইএসএল অভিযান শুরু করার আগে এই ম্যাচেই নিজের সমস্ত পরিকল্পনা ঝালিয়ে নিতে চাইবেন লোবেরা।










