দিমি, কামিন্স ও স্টুয়ার্টকে সামনে রেখেই মুম্বাই বধের ছক সবুজ-মেরুনের

শেষ মরসুমের মতো এবারও দুরন্ত ছন্দে শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবে গত বছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলেও এবার ফাইনালে পরাজিত হতে হয়েছে…

Dimitri Petratos Greg Stewart Jason Cummings

শেষ মরসুমের মতো এবারও দুরন্ত ছন্দে শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তবে গত বছর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলেও এবার ফাইনালে পরাজিত হতে হয়েছে নর্থইস্ট ইউনাইটেডের কাছে। সেইসব এখন অতীত। দিন দুয়েক পরেই ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) প্রথম ম্যাচ খেলতে নামবে ময়দানের এই প্রধান। নিজেদের ঘরের মাঠেই তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে। আগেরবার আইএসএল ফাইনালে তাঁদের কাছেই পরাজিত হতে হয়েছিল বাগান ব্রিগেডকে।

   

এবার বদলা নেওয়ার পালা। সেইমতো গত কয়েকদিন ধরেই গোটা দলকে অনুশীলন করাচ্ছেন বাগান কোচ জোসে মোলিনা। বলতে গেলে ডুরান্ড ভুলে আইএসএলের প্রথম ম্যাচ থেকেই ফর্মে ফিরতে বদ্ধপরিকর বাগান ব্রিগেড। সেইমতো যথেষ্ট চনমনে মেজাজে রয়েছেন অজি তারকা জেসন কামিন্স থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস এবং গ্ৰেগ স্টুয়ার্টরা। শেষ মরসুমে সবুজ-মেরুন জার্সিতে অনবদ্য ছন্দে ধরা দিয়েছিলেন জেসন কামিন্স।

শুরুটা খুব একটা ভালো না হলেও সময় এগোনোর সাথে সাথে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিলেন এই অজি ফুটবলার। এবার ও তাঁর উপরেই ভরসা রেখেছে বাগান ম্যানেজমেন্ট। ডুরান্ড কাপে একাধিক গোল করেছিলেন তিনি। এবার আইএসএলের প্রথম ম্যাচ থেকেই সেই ধারা বজায় রাখার লক্ষ্য কামিন্সের। পাশাপাশি আক্রমণের ধার বাড়তে এবার বিশেষ নজর থাকবে স্কটিশ ফরোয়ার্ড গ্ৰেগ স্টুয়ার্টের‌ দিকে। কয়েক মরসুম আগে মুম্বাই সিটি এফসির জার্সিতে আইএসএল খেলেছিলেন এই তারকা।

কিন্তু পরবর্তীতে সেখান থেকে নিজের দেশে ফিরে গিয়েছিলেন তিনি। নয়া সিজনে তাঁর উপরেই ভরসা রেখেছে সবুজ-মেরুন ব্রিগেড। এছাড়াও আপফ্রন্টের শক্তি বাড়াতে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস। শেষ কয়েক বছর ধরে বাগানের সাফল্যের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছেন এই ফুটবলার। বিশেষ সূত্র মারফত খবর, আইএসএলের প্রথম ম্যাচে এই তিন ফুটবলারকে রেখেই একাদশ সাজাতে পারেন জোসে মোলিনা‌।

অন্যদিকে অস্ট্রেলিয়ার আরেক তারকা জেমি ম্যাকলারেন অনেকটা সুস্থ হয়ে উঠলেও আদৌও তিনি প্রথম ম্যাচ খেলবেন কিনা সেটা এখনও চূড়ান্ত নয়। সেক্ষেত্রে দ্বিতীয় ম্যাচে দলে আসতে পারেন এই অজি গোলমেশিন। পাশাপাশি চোট সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন স্প্যানিশ তারকা আলবার্তো রদ্রিগেজ। পরিস্থিতি বুঝে এই ডিফেন্ডারকে মাঠে নামাতে পারেন বাগান কোচ।