জামশেদপুরের বিপক্ষে বদলার লড়াই, এক নজরে বাগানের প্রথম একাদশ

কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে খালিদ জামিলের…

Jamshedpur FC vs Mohun Bagan ISL Semifinal 2 Live

কিছুটা সময়ের অপেক্ষা। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসি। উল্লেখ্য, গত সপ্তাহের শেষের দিকে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল জামশেদপুর শিবির। টাটা স্পোর্টস কমপ্লেক্সে সেই ম্যাচে পিছিয়ে থেকেও জেসন কামিন্সের গোলে সমতায় ফিরেছিল বাগান ব্রিগেড। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের অন্তিম লগ্নে জাভি হার্নান্দেজের করা গোলে জয় পায় সেই ফুটবল দল।

যারফলে ফাইনালে ওঠার ক্ষেত্রে কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে খালিদ ব্রিগেড। এগ্ৰিগেড অনুযায়ী একটি গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ইস্পাত নগরীর এই ফুটবল দল। তবে সেই সমস্ত হিসেব বদলে দিয়ে যুবভারতীর বুকে বদলা নিতে মরিয়া জোসে মোলিনার ছেলেরা। গত কয়েকদিন ধরে সেইমতো নিজেদেরকে প্রস্তুত করেছেন দলের সকল ফুটবলাররা। গত লেগে জয় না আসলেও এবার যুবভারতীতে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে উঠতে বদ্ধপরিকর দিমিত্রি পেত্রাতোসরা। সেই মতো নিজেদের একাদশ সাজিয়েছেন বাগান কোচ।

   

ম্যাচ রিপোর্ট পড়তে ক্লিক করুন: আপুইয়ারের গোলে আইএসএল ফাইনালে সবুজ-মেরুন

Advertisements

অন্যান্য দিনের মতো আজ ও তিন কাঠির দায়িত্বে থাকছেন বিশাল কাইথ। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন আশীষ রাই, আলবার্তো রদ্রিগেজ, টম অলড্রেড এবং অধিনায়ক শুভাশিস বসু। মাঝমাঠের দখল নেওয়ার জন্য থাকছেন অনিরুদ্ধ থাপা এবং লাল্ডেনমাউয়া রালতে ওরফে আপুইয়া। দুই উইংয়ে থাকছেন যথাক্রমে লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ান। পাশাপাশি আক্রমণ ভাগে ঝড় তোলার জন্য থাকছেন দুই অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন এবং কিছুটা পিছন থেকে তাঁকে সাহায্য করার জন্য থাকছেন জেসন কামিন্স।

দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে গ্ৰেগ স্টুয়ার্ট, সাহাল আব্দুল সামাদ ও দীপক টাংড়ির মতো ফুটবলাররা আপাতত রিজার্ভ বেঞ্চে থাকলেও প্রয়োজন অনুযায়ী তাঁদের মাঠে নামানোর সিদ্ধান্ত নেবেন বাগানের স্প্যানিশ কোচ।