মোহনবাগান রত্ন হলেন শ‍্যামা থাপা

এবারের “মোহনবাগান রত্ন ” (Mohun Bagan Ratna) সন্মানে সন্মানিত হলেন শ‍্যাম থাপা (Shayama Thapa)। আগামী ২৯ জুলাই তার হাতে এই বিশেষ সন্মান তুলে দেওয়া হবে।…

Shayama Thapa

এবারের “মোহনবাগান রত্ন ” (Mohun Bagan Ratna) সন্মানে সন্মানিত হলেন শ‍্যাম থাপা (Shayama Thapa)। আগামী ২৯ জুলাই তার হাতে এই বিশেষ সন্মান তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুরু’টা সেই সুব্রত কাপের সময়।নজরে পড়ে যান ইস্টবেঙ্গল,মোহনবাগানের। ১৯৬৬ সালে তাকে সই করায় ইস্টবেঙ্গল।পিকে বন্দোপাধ্যায়ের কোচিংয়ে টানা ছয়বার ক‍্যালকাটা লিগ জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শ‍্যাম।আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান’কে ৫-০ গোলের লজ্জার হার হজম করানোর ক্ষেত্রে তার ভূমিকা ছিলো অপরিসীম, তিনি নিজে দুটো গোল করেছিলেন।

   

১৯৭৭ সালে শ‍্যাম যোগ দেন মোহনবাগানে।সেখানেও বিধ্বংসী মেজাজেই খেলা চালিয়েছেন তিনি।ওই বছর ত্রি মুকুট (আইএফএ শিল্ড,রোভার্স কাপ এবং ডুরান্ড কাপ ) জেতে মোহনবাগান ।ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লিগের ম‍্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ব‍্যাকভলিতে দর্শনীয় গোল করার জন্য পুরস্কৃত হয়েছিলেন তিনি।

মোহনবাগানের হয়ে একাধিক সন্মানে সন্মানিত হয়েছিলেন তিনি।ক্লাব’কে একাধিক শিরোপা এনে দিতে পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।সত্তরের দশকে টানা সাতবছর সুনামের সাথে খেলেছেন জাতীয় দলের হয়ে।গোল আছে কলকাতায় আসা পেলের দল কসমসের বিরুদ্ধেও।
মাঝে কোভিডের জেরে বন্ধ থাকলেও এবার বেশ ভালো ভাবেই অনুষ্ঠান আয়োজন হচ্ছে।থাকছে নানান মনোজ্ঞ অনুষ্ঠান।