Mohun Bagan: বাগানে আসতে পারেন স্প্যানিশ ফুটবলার!

স্প্যানিশ কানেকশনকে কাজে পারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। আসন্ন মরসুমের জন্য সবুজ মেরুন স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক নতুন বিদেশি ফুটবলারকে। কোন কোন ফুটবলার…

mohun bagan

স্প্যানিশ কানেকশনকে কাজে পারে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। আসন্ন মরসুমের জন্য সবুজ মেরুন স্কোয়াডে দেখা যেতে পারে একাধিক নতুন বিদেশি ফুটবলারকে। কোন কোন ফুটবলার সবুজ মেরুন শিবিরে যুক্ত হতে চলেছেন সেটা এখনও স্পষ্ট নয়। তবে কিছু সম্ভাবনার খবর শোনা যাচ্ছে ময়দানে।

২০২৩-২৪ মরসুমের একাধিক বিদেশি ফুটবলারকে বিদায় জানাতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আক্রমণ, মাঝমাঠ এমনকি রক্ষণভাগেও বদল লক্ষ্য করা যাবে বলে আশা করা হচ্ছে। জল্পনা চলছে জনি কাউকোকে নিয়েও। হুগো বুমোস হয়তো সবুজ মেরুন শিবিরে থাকছেন না। আগামী মরসুমে তাঁকে দেখা যেতে পারে ওডিশা এফসির জার্সিতে। কাউকো কি মোহনবাগানের হয়ে খেলবেন?

   

CFL-এর অন্য দলের খেলার দিকেও নজর রাখতে পারে Mohun Bagan

জনি কাউকোকে নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। মরসুম শেষ হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে জল্পনা শুরু হয়েছে। ফুটবল মহলের অনেকেই মনে করছেন জনি কাউকোকে বাগানে আর না-ও । দেখা যেতে পারে। হুগোর জায়গায় মোহনবাগান সুপার জায়ান্টের ইন্ডিয়ান সুপার লিগের দলে প্রবেশ করেছিলেন জনি। হুগো হয়তো থাকছেন না, কাউকো অনিশ্চিত, তাহলে মাঝমাঠে খেলবেন কোন বিদেশি ফুটবলার?

মিডফিল্ডে নতুন কোনও বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। শোনা যাচ্ছে, স্পেন থেকে নিয়ে আসা হতে পারে ফুটবলার। লোপেজ হাবাসের পছন্দ করা খেলোয়াড়কে নিশ্চিত করার ব্যাপারে জোর দিতে পারে সবুজ মেরুন ম্যানেজমেন্ট।

DHFC: গোলের পর গোল, প্রত্যাশা বাড়াচ্ছে ডায়মন্ড হারবার এফসি

কোচ হোক কিংবা অন্য কোনও ভূমিকা, আগামী মরসুমেও হয়তো মোহনবাগানের সঙ্গে যুক্ত থাকছেন লোপেজ হাবাস। তাই তাঁকে গুরুত্ব দিয়ে দল গঠনের ব্যাপারে এগোতে চাইছে ক্লাব। হাবাসের পছন্দ করা বহু ফুটবলার এখন ভারতীয় ফুটবলে প্রতিষ্ঠিত। স্পেনের একাধিক ফুটবলার ইতিমধ্যে কলকাতায় খেলে গিয়েছেন। আরও একজন স্প্যানিশকে চূড়ান্ত করা হলে ফুটবল প্রেমীরা হয়তো অবাক হবেন না।