রবসনের অনুশীলনে যোগদানের দিন কী বললেন বাগান সভাপতি?

দিনকয়েক আগেই রবসন রবিনহোকে সই করানোর কথা ঘোষণা করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।নিজেদের সোশ্যাল সাইটে একটি অভিনব ভিডিও আপলোডের মধ্য দিয়ে তাঁর যোগদানের কথা…

debashis dutta mohun bagan

দিনকয়েক আগেই রবসন রবিনহোকে সই করানোর কথা ঘোষণা করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।নিজেদের সোশ্যাল সাইটে একটি অভিনব ভিডিও আপলোডের মধ্য দিয়ে তাঁর যোগদানের কথা জানিয়েছে করেছিল সবুজ-মেরুন। সেই নিয়ে যথেষ্ট খুশি সবুজ-মেরুন সমর্থকরা। তারপর থেকেই এই ব্রাজিলিয়ান তারকার শহরে পা রাখার অপেক্ষায় দিন গুণতে শুরু করেছিল প্রত্যেকে। অবশেষে গত সোমবার সকালেই শহরে এসে গিয়েছেন ব্রাজিলের এই গোলমেশিন। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেক বেশি শক্তিশালী করে তুলবে মেরিনার্সদের। সেইসাথে গতবারের তারকা ফুটবলার গ্ৰেগ স্টুয়ার্টের বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ থাকবে এই ফুটবলারের।

Also Read | আইএসএল নিয়ে আশাবাদী ওডিশা, পুরনো ছন্দে ফিরতে মরিয়া ম্যানেজমেন্ট

   

তারপর গত মঙ্গলবার সাংবাদিক বৈঠকের পর দলের অনুশীলনে দেখা যায় রবসন রবিনহোকে। প্রথমদিন থেকেই বল পায়ে যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছে এই ফুটবলারকে। এবার এই ফুটবলারের যোগদানের পাশাপাশি আইএসএল সংক্রান্ত বিষয় নিয়ে মুখ খুললেন দেবাশিস দত্ত (Debashis Datta)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” আমি সুপ্রিম কোর্টের পুরো বিষয়টি শুনেছি। তবে আমার মনে হয় যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের নিয়ে খুব শীঘ্রই টেন্ডার করে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। তবে আমি আশঙ্কিত যে টেন্ডারে আদৌও কেউ অংশগ্রহণ করবে কিনা। এই অবস্থায় টেন্ডারে ভালো কেউ অংশগ্রহণ করবে বলে আমি মনে করি না।”

Also Read | ‘গোপন প্রেম’ প্রকাশ্যে? দেখুন ভাইরাল সারার অন্তরঙ্গ মুহূর্তের অ্যালবাম

আরও বলেন, “টেন্ডারে যে কেউ অংশগ্রহণ করতে পারে। তবে রিলায়েন্সের সমগোত্রীয় কেউ না এলে তো আবার ফুটবলটা নিচের দিকে যাবে। ভালো কেউ আসবে কিনা সেই নিয়ে আমার শঙ্কা আছে। এআইএফএফ সুপার কাপের কথা ও বলেছিল। তবে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এরপর তরিঘরি করে খেলোয়াড়রা ক্লাবে আসবে। কোনও ক্লাবে খেলোয়াড় নেই। কোনও কোনও ক্লাব আবার খেলোয়াড় ছেড়ে ও দিচ্ছে। কালকেই একটি বড় ফুটবল ক্লাব খেলোয়াড় ছেড়ে দিয়েছে। এখন কোনও খেলা নেই তো। সেই কবে আইএসএল হবে সেটা এখনও কেউ জানে না। খালি এই সুপার কাপের জন্য কেউ খেলোয়াড় আনবে বলে আমি বিশ্বাস করি না।”

Advertisements

Also Read | প্রোটিয়াদের দাপটে লন্ডভন্ড ইংল্যান্ড, গড়ল লজ্জার রেকর্ড

পাশাপাশি সুপার কাপের পরিচালনা নিয়ে ও তিনি বলেন, “ডুরান্ড কাপের মতো সুপার কাপ হতে পারে। সেটা আমি জানি না। ছোট ছোট ক্লাব গুলিকে খেলিয়ে সুপার কাপ হতে পারে। সেটাকে যদি সুপার কাপ বলা হয় তো সুপার কাপ। আদতে সুপার কাপের যে ডেফিনেশন ছিল যে আইএসএল ও আইলিগের প্রথম সারির দল গুলিকে নিয়ে খেলা হবে তাও সেটা প্রথম ডিভিশন লিগের পর। তবে এবার সেটা হবে না বলেই মনে হচ্ছে।”

 

For more updates, follow Kolkata24x7 on FacebookTwitter, InstagramYoutube; join our community on Whatsapp