কলকাতা ফুটবল লিগের (CFL 2024) আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। এক ঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করেছেন বাগানের রিজার্ভ দলের নতুন কোচ ডেগি কার্দোজো। আগামী ২১ জুন বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট।
কে এই ‘রেকর্ড ভাঙা’ ফুটবলার যার সঙ্গে যুক্ত Mohun Bagan জল্পনা?
আর কয়েক দিন পর থেকেই শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। সিএফএল ২০২৪-কে হালকাভাবে নিতে চাইছে না মোহনবাগান সুপার জায়ান্ট। বরং মরসুমের শুরু থেকেই ভাল ফলাফল করার ব্যাপারে আশাবাদী ক্লাব। সেই লক্ষ্য নিয়েই শুরু হয়েছে অনুশীলন।
বাগানের গতবারের রিজার্ভ দল বেশ সাড়া জাগিয়েছিল। কলকাতা ফুটবল লিগ ২০২৩ ও ডুরান্ড কাপ ২০২৩-এ উঠতি ফুটবলারদের ওপর অনেকটা আস্থা রেখেছিল মোহনবাগান। এবারেও তার ব্যতিক্রম হবে না। সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে উঠতি ফুটবলারদের ওপর আস্থা রাখা হলেও কলকাতা ফুটবল লিগকে একেবারেই হালকাভাবে দেখা হচ্ছে না। ইতিমধ্যে অনুশীলন ম্যাচ খেলেছে মোহনবাগান। প্রস্তুতি ম্যাচে বেশ কিছু গোল করেছে ক্লাব।
East Bengal: আজই বড় ঘোষণা করতে পারে ইস্টবেঙ্গল
আগামী ২১ জুন সবুজ মেরুন ব্রিগেডের সামনে রয়েছে চ্যালেঞ্জ। কলকাতা ফুটবল লিগের অন্যতম ক্লাব বিএসএস-এর সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সুপার জায়ান্ট। নৈহাটির মাঠে আয়োজন করা হচ্ছে মোহনবাগান-বিএসএস প্র্যাকটিস ম্যাচ।