Mohun Bagan: কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আটকে গেল মোহনবাগান

আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সুরুচি সংঘের বিরুদ্ধে জিততে পারল না সবুজ মেরুন ব্রিগেড। সুরুচি সংঘের বিরুদ্ধে বাগানের প্র্যাকটিস ম্যাচের ফলাফল ২-২। সুহেল…

Mohun Bagan Practice

আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। সুরুচি সংঘের বিরুদ্ধে জিততে পারল না সবুজ মেরুন ব্রিগেড। সুরুচি সংঘের বিরুদ্ধে বাগানের প্র্যাকটিস ম্যাচের ফলাফল ২-২।

সুহেল বনাম দীপেন্দু! ভিডিও শেয়ার করল Mohun Bagan

   

ডিগি কার্দোজোর প্রশিক্ষণে প্র্যাকটিস শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। দলের উঠতি ফুটবলারদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে। মঙ্গলবারও প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দুই দলই দু’টি করে গোল করেছে। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গোল দু’টি করেছেন টাইসন ও সালাহ। সুরুচির হয়ে গোল দু’টি করেছেন ডিম্পেল ভগৎ ও অমিত টুডু। আসন্ন কলকাতা ফুটবল লীগের প্রিমিয়র ডিভিশনে খেলবে সুরুচি সংঘ। খাতায় কলমে ভাল দল গড়েছে তারা। রঞ্জন ভট্টাচার্য কোচ।

আর কয়েক দিন পর থেকেই শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। সিএফএল ২০২৪-কে হালকাভাবে নিতে চাইছে না মোহনবাগান সুপার জায়ান্ট। বরং মরসুমের শুরু থেকেই ভাল ফলাফল করার ব্যাপারে আশাবাদী ক্লাব। সেই লক্ষ্য নিয়েই শুরু হয়েছে অনুশীলন।

কে এই ‘রেকর্ড ভাঙা’ ফুটবলার যার সঙ্গে যুক্ত Mohun Bagan জল্পনা?

বাগানের গতবারের রিজার্ভ দল বেশ সাড়া জাগিয়েছিল। কলকাতা ফুটবল লিগ ২০২৩ ও ডুরান্ড কাপ ২০২৩-এ উঠতি ফুটবলারদের ওপর অনেকটা আস্থা রেখেছিল মোহনবাগান। এবারেও তার ব্যতিক্রম হবে না। সবুজ মেরুন ক্লাবের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে উঠতি ফুটবলারদের ওপর আস্থা রাখা হলেও কলকাতা ফুটবল লিগকে একেবারেই হালকাভাবে দেখা হচ্ছে না।

আগামী ২১ জুন সবুজ মেরুন ব্রিগেডের সামনে রয়েছে আরও একটা চ্যালেঞ্জ। কলকাতা ফুটবল লিগের অন্যতম ক্লাব বিএসএস-এর সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সুপার জায়ান্ট। নৈহাটির মাঠে আয়োজন করা হচ্ছে মোহনবাগান-বিএসএস প্র্যাকটিস ম্যাচ।