Mohun Bagan: হাবাসই কোচ! মোহনবাগানের পোস্ট ঘিরে জল্পনা

আসন্ন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) কোচ কে হবেন সে ব্যাপারে লাগাতার চলছে জল্পনা। লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) কোচ থাকার সম্ভাবনা প্রবল বলে…

Antonio Lopez Habas Mohun Bagan

আসন্ন মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) কোচ কে হবেন সে ব্যাপারে লাগাতার চলছে জল্পনা। লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) কোচ থাকার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। কিন্তু নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না। বাগানের কোচ সংক্রান্ত জল্পনা যখন তুঙ্গে, তখনই সোশ্যাম মিডিয়ায় একটি পোস্ট করল মোহনবাগান সুপার জায়ান্ট।

   

বুধবার বেলায় মোহনবাগান সুপার জায়ান্টের প্রোফাইল থেকে করা হয়েছে একটি পোস্ট। নতুন ওয়ালপেপার শেয়ার করা হয়েছে। ক্লাবের জনপ্রিয় ব্যক্তিত্বদের নিয়ে ছবি কিংবা ওয়ালপেপার শেয়ার করার রেওয়াজ ইন্ডিয়ান সুপার লিগে রয়েছে। সে দিক থেকে মোহনবাগান সুপার জায়ান্টের এই পোস্ট বিস্ময়কর নয়। কিন্তু তাতেও শুরু হয়েছে জল্পনা। উক্ত পোস্টের কমেন্ট সেকশনেও প্রশ্ন তুলেছেন পেজ অনুগামীরা।

Mohun Bagan: ‘খামোশ’ মোহনবাগান! ব্যাপার কী

কেন জল্পনা? বাগানের পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে সেখানে চারজনের ছবি রাখা রয়েছে। তিনজন ফুটবলার- দিমিত্রি পেত্রাতস, অধিনায়ক শুভাশিস বসু ও গোলকিপার বিশাল কাইথ। তিনজনেই ২০২৩-২৪ মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই তিন ফুটবলারের মাঝে দেখা যাচ্ছে সিংহাসনে বসে রয়েছেন লোপেজ হাবাস।

 

দিমিত্রি পেত্রাতস, অধিনায়ক শুভাশিস বসু, গোলকিপার বিশাল কাইথ এই তিনজকেই আগামী মরসুমে মোহনবাগানের হয়ে খেলতে দেখা যেতে পারে। আর হাবাস, তিনিও কি তাহলে থাকছেন সবুজ মেরুন ক্লাবে? এই ছবি পোস্ট হওয়ার পর ভারতীয় ফুটবল প্রেমীদের একাংশে মধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।

Mohun Bagan: কোচ জল্পনায় এখনো আটকে মোহনবাগান!

হুয়ান ফেরান্দোর বদলে মোহনবাগান সুপার জায়ান্ট ভরসা রেখেছিলেন লোপেজ হাবাসের ওপর। ২০২৩-২৪ মরসুমের ট্রান্সফার উইন্ডোর পর থেকে তিনিই ছিলেন বাগানের হেড স্যার। দলকে সুপার কাপ জিততে সাহায্য করেছিলেন। আত্মবিশ্বাসী করে তুলেছিলেন ফুটবলারদের। মরসুমের শেষের দিকে হাবাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বেশ কয়েকদিন মাঠের বাইরে থেকেছিলেন। হোটেলের ঘরে বসে করেছিলেন দরকারি কাজকর্ম। মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। পরের মরসুমেও হাবাসের কোচ হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু চিন্তার কারণ হয়ে উঠেছে তাঁর বয়স ও স্বাস্থ্য।